মাউন্ট মাউনগানুইতে নিজেদের প্রথম ইনিংসে ৪৫৮ রান করে বাংলাদেশ। তাতে লিড পায় ৩০ রানের। অন্যদিকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের তোপে শুরুতেই ২ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।
সেই ধাক্কা সামলিয়ে প্রতিরোধ গড়ছেন উইলিয়াম ইয়ং ও রস টেইলর। এই দুই ব্যাটারের প্রতিরোধে এরই মধ্যে শতরান পার করেছে স্বাগতিকরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১০৪ রান। ইয়ং ৫০* রানে ও টেইলর ১৯* রানে ব্যাট করছেন। বাংলাদেশের চেয়ে পিছিয়ে ২৬ রানে।
৬ উইকেটে ৪০১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ আজ বোর্ডে আরও ৫৭ রান যোগ করে অল আউট হয়ে যায়।
ইয়াসির আলী ২৬ ও মেহেদী হাসান মিরাজ ৪৭ রান করেন। এর আগে মাহমুদুল হাসান জয় ৭৮, নাজমুল হোসেন শান্ত ৬৪, মোমিনুল হক ৮৮ ও লিটন দাস ৮৬ রান করেন।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে ল্যাথামকে হারায় নিউজিল্যান্ডে। তাসকিনের বলে বোল্ড হওয়ার আগে ১৪ রান করেন কিউই অধিনায়ক। আগের ইনিংসে সেঞ্চুরি করা ডেভন কনওয়েকে এবার ১৩ রানের বেশি করতে দেননি এবাদত।