ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) অষ্টম ম্যাচে মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জকে ৪১ রানের ব্যবধানে হারিয়েছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
শুক্রবার (১৮ মার্চ) বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে শেখ জামাল প্রথমে ব্যাটিংয়ে নামে। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে শেখ জামাল স্কোরবোর্ডে ২৯৭ রান তোলে।
দলের পক্ষে অধিনায়ক ইমরুল কায়েস ১৩৯ বলে ১২২ রান করেন। এছাড়া আগের ম্যাচের সেরা ওপেনার সাইফ হাসানের ৭৮ ও নুরুল হাসানের ব্যাট থেকেও আসে অনবদ্য ৬৪ রান।
জবাবে রান তাড়া করতে নেমে রূপগঞ্জের শুরুটা একদম ভালো হয়নি। দলীয় ১০ রানের মধ্যেই দুই উইকেট হারায় তারা। এরপর ওপেনার তানজিদ হাসান ও নাঈম ইসলাম দলের হাল ধরেন। কিন্তু দলীয় ৭৭ রানে ব্যক্তিগত ৪৯ রান করা তানজিদ আউট হলে কিছুটা ব্যাকফুটে চলে যায় রূপগঞ্জ।
মিডল অর্ডার ব্যাটার নাঈম ইসলাম ও ভারতের চিরাগ জানি দুর্দান্ত খেলতে থাকেন। কিন্তু নাঈম শতরান থেকে ৫ রান দূরে থাকতে আউট হন। এরপর দ্রুত জানিও ৭০ বলে ৫৯ রান করে বিদায় নিলে হারের মুখে পড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ৷
শেষদিকে সাব্বির রহমানের ২৫ রান শুধু হারের ব্যবধান কমিয়েছে। অধিনায়ক মাশরাফি মাত্র ৪ রানে আউট হন। পরের সারির চার ব্যাটারের মধ্যে দুজন শূণ্য ও দুজন ১ রানে আউট হলে ৪৭.৩ ওভারে ২৪৮ রানে গুটিয়ে যায় রূপগঞ্জের ইনিংস।
ম্যাচসেরা নির্বাচিত হন সেঞ্চুরি হাকানো বাহাতি ব্যাটার ইমরুল কায়েস।