স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে স্বয়ং ইবাদত হোসেনই হয়তো ভাবেননি কী চমক তার জন্য অপেক্ষা করছে নিউজিল্যান্ডের মাউন্ড মঙ্গানুইয়ে। কিউইরা তার বোলিং নৈপুণ্যে চতুর্থ দিনের খেলা শেষে ১৪৭ রানে তুলতে হারায় ৫ উইকেট। ইবাদতের এমন বোলিংয়ে সংবাদ সম্মেলনে এসে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন লিটন দাস।
ইবাদত ৩৯ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন, 'ইবাদতের সময় নেয়াটা স্বাভাবিক। আমার শুরুর পারফরম্যান্সও ভালো ছিল না। তাই সবাইকেই সেরাটা বের করে আনতে সুযোগ দিতে হবে। একজন পেসারের জন্য সবকিছু সবসময় অনূকূলে থাকে না।'
তিনি আরও বলেন, 'হয়তো তার গড় ও ইকোনমি একটু বেশি ছিল। কিন্তু সে নিজেকে ভালো বোলার হিসেবে প্রমাণ করেছে। আমরা আশাবাদী।'