চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের ১৫তম ম্যাচে আজ মাঠে নেমেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা। টানা তিন ম্যাচ জয়ের পর ঢাকার কাছে কুমিল্লার প্রথম পরাজয় ঘটল। ঢাকা ম্যাচ জিতে নিয়েছে ৫০ রানে।
টস জিতে ঢাকাকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায় কুমিল্লা। ওপেনার মোহাম্মদ শেহজাদ ৭ রানে ফিরে গেলে দলের হাল ধরেন আরেক ওপেনার তামিম ইকবাল। দলের দ্বিতীয় উইকেটের পতন ঘটে ৫৫ রানে। তামিম ৩৫ বলে ৪৬ রান করেন। এটাই ঢাকার দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস।
দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ হাফ সেঞ্চুরির দেখা পান। তার ৪১ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংসে ভর দিয়ে ৬ উইকেটে ১৮১ রান করে ঢাকা।
কুমিল্লার তানভীর ইসলাম দুইটি উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানে ফিরে যান কুমিল্লার ওপেনার লিটন দাস। মাত্র ৮৭ রানে প্রথম ৫ উইকেটের পতন ঘটে কুমিল্লার। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে। তিনি ৩০ বলে ৪৬ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ইমরুল কায়েস, ২৮ রান। ১৭.৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে কুমিল্লার ইনিংস গুটিয়ে যায় ১৩১ রানে। ফলে ঢাকা ৫০ রানের বিশাল জয় পায়।
ঢাকার পক্ষে আন্দ্রে রাসেল তিনটি, এবাদত হোসেন ও কুয়াইশ আহমেদ দুইটি করে উইকেট পান।