• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
বিপিএল

আশা জাগিয়েও কুমিল্লার বিপক্ষে সিলেটের পরাজয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০২:৩৭ এএম
আশা জাগিয়েও কুমিল্লার বিপক্ষে সিলেটের পরাজয়
সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের শেষ দিন বুধবার (৯ ফেব্রুয়ারি) মাঠে নেমেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সানরাইজার্স। উত্তেজনাপূর্ণ ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হয়। সিলেটের বিপক্ষে কুমিল্লা ৪ উইকেটে জয় পায় মাত্র ১ বল হাতে রেখে। 

টসে হেরে সিলেট ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে। ইনিংসের শুরুটা দুর্দান্ত করে সিলেট। দুই ওপেনার কলিন ইনগ্রাম ও এনামুল হকের ব্যাটে ভর করে বিনা উইকেটে দলীয় রান ১০০ পার করে তারা। ১০৫ রানে প্রথম উইকেট হারায় সিলেট। ইনগ্রামের ৮৯, এনামুলের ৪৬ রানে ভর করে সিলেটের ইনিংস থামে ১৬৯ রানে, ৫ উইকেটের বিনিময়ে।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানে লিটন দাসের উইকেট হারায় কুমিল্লা। দলের ২২ রানে ফেরত যান ফাফ দু প্লেসিস। এরপর মাহমুদুল হাসান জয় মঈন আলিকে সাথে নিয়ে চমৎকার খেলতে থাকেন। জয়ের ব্যাট থেকে আসে ৬৫ রান ও মঈন করেন ৪৬ রান। 

জয়ের পাল্লা কুমিল্লার দিকেই ভারী ছিল। তবে ১৭তম ওভারের শেষ দুই বলে জয় ও আরিফুল হকের উইকেট পরপর নিয়ে আশা জাগান সিলেটের আলাউদ্দিন বাবু।  তবে তা বাস্তবে রূপ নেয়নি। সুনীল নারাইনের ১২ বলে ২৪ রানে জয়ের কাছাকাছি গিয়েও ধারাবাহিক ব্যর্থতার গ্লানি নিয়েই ফিরতে হয়েছে সিলেটকে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!