• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আর্জেন্টিনার ম্যাচ খেলছেন না মেসি!


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০৩:৩৯ পিএম
আর্জেন্টিনার ম্যাচ খেলছেন না মেসি!

আর্জেন্টিনায় গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। চারদিন পর যদিও নেগেটিভ হয়েছেন। তবে ধকল এখনো কাটিয়ে উঠতে পারেননি। তাই পিএসজি ক্লাবের হয়ে এখনো মাঠে নামা হয়নি তার।

এ কারণেই মাসের শেষের ফিফা উইন্ডোতে বাছাইয়ের ম্যাচে তাকে দলে না রাখতে আর্জেন্টিনা কর্তৃপক্ষকে পিএসজি অনুরোধ করেছে বলে গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়।

মেসিকে দলের বাইরে রেখে বুধবার ২৭ জনের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আগামী ২৭ জানুয়ারি চিলির মাঠে খেলার পর ১ ফেব্রুয়ারি ঘরের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা।

মেসি না থাকলেও আর্জেন্টিনার জন্য চিন্তিত হওয়ার কারণ নেই। এরই মধ্যে তারা কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে ফেলেছে।

আর্জেন্টিনা দল_

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুস্সো, এস্তেবান আনদ্রাদা।

ডিফেন্ডার: নাউয়েল মোলিনা, গনসালো মনটিয়েল, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, হেরমান পেস্সেইয়া, নিকোলাস ওটামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা।

মিডফিল্ডার: লুকাস ওকামপোস, লেয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেস, রদ্রিগো দে পল, জিওভানি লো সেলসো, আলেহান্দ্রো গোমেস, আনহেল ডি মারিয়া, আলেক্সিস মাক আলিসতের।

ফরোয়ার্ড: নিকোলাস গনসালেস, এমিলিয়ানো বুয়েন্দিয়া, আনহেল কোররেয়া, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজ, হোয়াকিন কোররেয়া, পাওলো দিবালা।

খেলা বিভাগের আরো খবর

Link copied!