• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আইপিএল ফরম্যাটে পরিবর্তন, ২ গ্রুপে ১০ দল


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৪:০৮ পিএম
আইপিএল ফরম্যাটে পরিবর্তন, ২ গ্রুপে ১০ দল
ছবি সংগৃহীত

আইপিএলে খেলার ফরম্যাটে পরিবর্তন আসছে। অংশগ্রহণ করতে যাওয়া ১০ দলকে ভাগ করা হয়েছে দুটো গ্রুপে। প্রতিটি গ্রুপে আছে পাঁচটি করে দল।  

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিসিসিআই ঘোষণা করেছে যে, ১০টি আইপিএল দল প্রতিটি ১৪টি লিগ ম্যাচ খেলবে (৭টি হোম এবং ৭টি বাইরে)। প্রতিটি দল নিজের গ্রুপের চার দলের সঙ্গে দুটো করে ম্যাচ খেলবে। গ্রুপিংয়ের সময় অন্য গ্রুপে নিজেদের সঙ্গে একই রেখায় থাকা দলটির সঙ্গেও দুটো ম্যাচ খেলবে দলগুলো। 

অন্য গ্রুপের বাকি দলগুলোর সঙ্গে একটি করে ম্যাচ খেলবে দলগুলো। সব মিলিয়ে গ্রুপ পর্বে প্রতিটি দলের খেলার সংখ্যা দাঁড়াবে ১৪-তে।

দিল্লি আছে ‘এ’ গ্রুপে। দিল্লির গ্রুপের অন্য দলগুলো হলো কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, তার সাবেক দল রাজস্থান রয়্যালস ও লখনউ সুপারজায়ান্টস। 

আইপিএলের ‘বি’ গ্রুপে আছে চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

এবারই অবশ্য প্রথম নয়। ২০১১ সালে ছিল দশ দলের আইপিএল। বিসিসিআই নিশ্চিত করেছে যে, আইপিএল ২৬ মার্চ শুরু হবে এবং ২৯ মে শেষ হবে। মুম্বাই এবং পুনেতে চারটি ভেন্যুতে ৭০টি লিগ ম্যাচ খেলা হবে।

প্রতিটি দল ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ৪টি করে এবং ব্র্যাবোর্ন স্টেডিয়াম (সিসিআই) এবং এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, পুনেতে ৩টি করে ম্যাচ খেলবে। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেছেন, প্লে-অফ ম্যাচের ভেন্যু পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

ম্যাচের ভেন্যু ও ম্যাচসংখ্যা:

মুম্বাই - ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০ ম্যাচ
মুম্বাই - ডিওয়াই পাতিল স্টেডিয়াম ২০ ম্যাচ
মুম্বাই - ব্রেবোর্ন স্টেডিয়াম (সিসিআই) ১৫ ম্যাচ
পুনে - এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ১৫ ম্যাচ

খেলা বিভাগের আরো খবর

Link copied!