এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটর্স খুব একটা ভালো করতে পারছে না। তবে দল হিসেবে ভালো না করলেও অধিনায়ক নাসির হোসেনের ব্যাট হাসছে নিয়মিতই। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটারের ব্যাট হাতে নিয়মিত রান তাকে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখাচ্ছে।
ঢাকা ডমিনেটর্স ৬ ম্যাচ খেলেছে। এই ম্যাচগুলোয় ব্যাট হাতে ২৬৯ রান করে শীর্ষ রান সংগ্রাহকের তালিকার দুই নম্বরে আছেন নাসির। স্পিনিং অলরাউন্ডারের এমন পারফরম্যান্সের পর নির্বাচকদের ঞ্জরেও পড়ছেন তিনি।
ছয় ম্যাচে নাসিরের রান যথাক্রমে ৩৬*, ৪৪, ৩০, ৩৯, ৬৬* ও ৫৪*। ১৩১.২১ স্ট্রাইক রেটে ৮৯.৬৬ গড়ে করেছেন ২৬৯ রান। শুধু ব্যাট হাতেই সফল নন, বল হাতে নিয়েছেন ৯ উইকেট। নিজেকেই যেন ছাড়ানোর মিশনে নেমেছেন নাসির।
নাসিরের এমন পারফরম্যান্সে মুগ্ধ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
জাতীয় দলে নাসিরের খেলার সম্ভাবনা আছে কী না, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "অনেক দিন পর এসে ভালো খেলছে নাসির। আগে তাকে ঠিকঠাক খেলতে দিন। তাকে পিচে স্থির হতে হবে। একজন খেলোয়াড়ের জন্য অনেকদিন পর এসে পারফর্ম করা একটা বিরাট ব্যাপার । সে কামব্যাক করেছে। সে যদি ধারাবাহিকভাবে এই প্রক্রিয়ায় থাকে, তাকে অবশ্যই বিবেচনা করা হবে।"