সাবেক চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫০ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এমন হারে দেশসেরা ওপেনার তামিম ইকবাল হতাশ হয়েছেন।
ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পরবর্তী লাইভ অনুষ্ঠানে তামিম বলেন, ‘আমার মনে হয় অ্যাপ্রোচের (দিক থেকে বাংলাদেশ ম্যাচ হেরেছে)। অবশ্যই কুলদীপ (যাদব) ভালো বল করেছে। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের অ্যাপ্রোচের কারণে সে লুপ, ফ্লাইট দিতে পেরেছে।’
বাংলাদেশ দলের মানসিকতা নিয়েই সন্দিহান ছিলেন তামিম ইকবাল, ‘শুরু থেকে আমার মনে হয়নি তারা রান তাড়া করছে। বাংলাদেশ হয়ত ১৪৬ রান করেছে। রিশাদের (হোসেন) ১০ বলে ২৪ রান হয়ত তাদের ১৪৬ রানে নিয়ে গেছে।’
সাবেক এই ওয়ানডে অধিনায়ক বলেন, ‘কোনো দল যদি এমন অ্যাপ্রোচে ব্যাট করে তাহলে এটা বোলারদের আরও আত্মবিশ্বাসী করে এবং ভিন্ন কিছু চেষ্টা করতে সাহস দেয়। দিনশেষে সব দারুণ লাগে।’
তামিম আরও বলেন, ‘আসলে আমি বেশি খুশি হতাম বাংলাদেশ যদি ১৯০ রান তাড়া করতে চেয়ে ১০০ রানে অলআউট হত। তারা বরং কোনো ইন্টেন্ট ছাড়া ১৪৬ রান করেছে। সবার সেই ইন্টেন্ট থাকা দরকার ছিল। আমি তা দেখিনি।’
ভালো উইকেটে খেলার তাগিদ দিয়ে তামিম বলেন, ‘আসলে আমরা সবাই জানি বাংলাদেশ ব্যাটাররা খুব কঠিন উইকেটে ম্যাচ খেলে থাকে। বিষয়টা এমন না যে, ভালো উইকেটে খেলালে তারা রান করা শুরু করে দিবে। ভালো উইকেটেও আপনাকে রান করার উপায় জানতে হবে।’
তামিমের ভাষ্য, ‘বাংলাদেশ যদি ভালো উইকেটে খেলতে থাকে তাহলে তারা উন্নতি করতে পারবে। যেটা তারা মিরপুরের মত উইকেটে করতে পারে না। আপনি ভালো উইকেটে না খেলে আইসিসির ইভেন্টে ভালো উইকেটে খেলতে গেলে রান পাবেন না।’
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    







-20251027102457.jpeg)




























