• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬

নিঃস্ব হয়েও ভেঙে পড়েননি উসাইন বোল্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩, ১১:৩৫ এএম
নিঃস্ব হয়েও ভেঙে পড়েননি উসাইন বোল্ট

উসাইন বোল্টের অ্যাকাউন্ট থেকে ১২.৭ মিলিয়ন ডলার উধাও হয়ে গেছে। জ্যামাইকার একটি প্রাইভেট ইনভেস্টমেন্ট কোম্পানির অ্যাকাউন্টে টাকা রেখেছিলেন বোল্ট। অ্যাথলেটের আইনজীবীরা টাকা খোয়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। জ্যামাইকা স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডে বোল্টের অ্যাকাউন্ট রয়েছে।

বোল্ট গত ১১ জানুয়ারি প্রথম জানতে পারেন যে, তার অ্যাকাউন্ট শূন্য হয়ে গেছে। তবে এই ঘটনায় ভেঙে পড়েননি এই দ্রুত মানব।

জ্যামাইকার পেগাসাস হোটেলে বোল্ট বলেন, “একজন মানুষ যখন তার কঠোর পরিশ্রমের মাধ্যমে করা উপার্জন হারায়, তখন এটি তার জন্য খারাপ পরিস্থিতির সৃষ্টি করে – এটাই স্বাভাবিক। এটা অবশ্যই আমার জন্য খারাপ পরিস্থিতি এবং আমি খুবই হতাশ।"

তিনি আরও বলেন, “আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। কারণ আমার মতো মানুষ সবসময় বেশি কিছু বলতে পছন্দ করে না। অনেক মন্তব্য পড়লাম। অধিকাংশই এখনও দ্বিধাগ্রস্ত। আমিও এই দ্বিধা বাড়াতে চাই না। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কী হতে চলেছে। আমি ভেঙে পড়িনি। তবে অবশ্যই এই ঘটনা আমাকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে।”

Link copied!