• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আইসিসির হল অফ ফেমে তিন কিংবদন্তী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩, ০৫:০৮ পিএম
আইসিসির হল অফ ফেমে তিন কিংবদন্তী
ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘হল অব ফেম’-এ জায়গা করে নিয়েছেন তিন কিংবদন্তী। যেখানে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার অরবিন্দ ডি সিলভা। আর বাকি দুজন ভারতীয়। যাদের ভিতর একজন হলেন ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী ব্যাটার বীরেন্দর শেবাগ এবং ভারতের নারী ক্রিকেটার ডাইয়ানা এডুলজি। সোমবার (১৩ নভেম্বর) আইসিসি এক বিবৃতিতে এ তথ্য জানায়। হল অব ফেমে ডি সিলভা, এদুলজি ও শেবাগ যথাক্রমে ১১০, ১১১ ও ১১২তম সদস্য হয়েছেন।

হল অব ফেমের, মিডিয়া প্রতিনিধি, ফিকার সিনিয়র কর্মকর্তা ও আইসিসির ভোটিং প্রক্রিয়া শেষে এই তিনজনকে অন্তর্ভুক্ত করা হয়। চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের দিন (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই তিন কিংবদন্তিকে সম্মাননা জানানো হবে।

শ্রীলঙ্কার হয়ে প্রায় ২০ বছরের ক্যারিয়ার ছিল অববিন্দ ডি সিলভার। ১৯৯৬ সালে আন্ডারডগ শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতাতে দারুণ ভূমিকা পালন করেন ডি সিলভা। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে জয় এনে দেন। ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলার আগে বল হাতেও ৩ উইকেট নিয়েছিলেন তিনি। শ্রীলঙ্কার হয়ে ৯৩টি টেস্ট ও ৩০৮টি ওয়ানডে খেলেছেন ‍‍`ম্যাডম্যাক্স‍‍` খ্যাত ডি সিলভা।

হল অব ফেমে জায়গা পেয়ে আনন্দিত ডি সিলভা বলেন, “আইসিসির হল অব ফেমে সম্মানিত হওয়ায় আমি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার পরিবার, আমার বাবা-মা, আমার বোন, আমার স্ত্রী ও সন্তানদের সমর্থন এবং ত্যাগের জন্য গভীর ধন্যবাদ প্রাপ্য, যা আমাকে সাফল্যের দিকে পরিচালিত করেছে।”

হল অব ফেমে জায়গা পেয়েছেন ভারতের ক্রিকেটের প্রথম নারী সুপারস্টার ডায়ানা এদুলজি। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০টি টেস্ট ও ৩৪টি ওয়ানডে খেলেছেন এই অলরাউন্ডার। দুটি বিশ্বকাপে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। টেস্টে ৬৩ ও ওয়ানডেতে ৪৬টি উইকেট আছে তার নামের পাশে।

৬৭ বছর বয়সী এই কিংবদন্তি হল অব ফেমে জায়গা পেয়ে বলেন, “শুরুতেই আইসিসি এবং জুরি বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই, আমাকে আইসিসি হল অফ ফেম ২০২৩-এ অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচিত করা হয়েছে সেজন্য। প্রথম ভারতীয় নারী ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হওয়াতে আমি খুবই আনন্দিত। সারাবিশ্বের পুরুষ ও নারী ক্রিকেটারদের একই গ্যালাক্সিতে যোগ দেয়া সম্মানের ব্যাপার।”

হল অব ফেমের তৃতীয় সদস্য হয়েছেন ২০১১ বিশ্বকাপজয়ী বীরেন্দর শেবাগ। ভারতীয় এই কিংবদন্তি আন্তর্জাতিক ক্যারিয়ারে করেছেন ১৭ হাজারের বেশি রান। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেও শিরোপা জিতেছিলেন তিনি। দেশের হয়ে ১০৪টি টেস্ট ও ২৫১টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন শেবাগ।

হল অব ফেমে জায়গা পাওয়া প্রসঙ্গে শেবাগ বলেন, “আমি আইসিসি এবং জুরিকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সম্মানে অন্তর্ভুক্ত করার জন্য। এই সম্মানের জন্য আমি আমার পরিবার, বন্ধু, সতীর্থ এবং অগণিত সমর্থককে ধন্যবাদ জানাতে চাই যারা আমার জন্য নিঃস্বার্থভাবে প্রার্থনা করেছেন।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!