বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছে। তবে দুদলের প্রথম ওয়ানডে ম্যাচটি ‘টাই’ হয়েছে। এরআগে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটিও ‘টাই’ হয়েছিল।
শুক্রবার কলম্বোতে অনুষ্ঠিত দিবারাত্রির ম্যাচে শ্রীলঙ্কার ৮ উইকেটে ২৩০ রানের জবাবে ভারত ২৩০ রানে অলআউট হয়। শ্রীলঙ্কার ইনিংসে ওয়ালাগে ৬৭ ও নিশাঙ্কা ৫৮ রান করেন। ভারতের অর্শদীপ ২টি উইকেট লাভ করেন। ভারতের ইনিংসে রোহিত শর্মা ৫৬, বিরাট কোহলি ২৪ রান করেন। শ্রীলঙ্কার হাসারাঙ্গা ও আসালাঙ্কা ৩টি করে এবং ওয়ালাগে ২টি উইকেট পান।
ওয়ালাগে অলরাউন্ডিং নৈপূন্য দেখিয়ে ম্যাচসেরা হন। আগামী ৪ ও ৭ আগস্ট সিরিজের বাকি দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।