আজ রাত আটটায় রয়েল চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। এ ম্যাচেও কলকাতার একাদশে সুযোগ পাননি লিটন কুমার দাস। অথচ আগের ম্যাচে চরম ব্যর্থ ডেভিড ওয়াইজে টিকে গেছেন একাদশে।
টানা তিন ম্যাচ ডাগআউটে বসে থাকার পর কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে সুযোগ পান লিটন কুমার দাস। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ব্যাটিংয়ে মাত্র চার রান করার পর কিপিংয়েও মিস করেন জোড়া স্টাম্পিং!
এমন দুঃস্বপ্নের অভিষেকের পর পরের ম্যাচেই তাকে একাদশ থেকে ছেঁটে ফেলে কলকাতা। যদিও সেই ম্যাচে বদলি তালিকায় নাম ছিল কিন্তু শেষ পর্যন্ত খেলা হয়নি ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে।
চলতি আইপিএলে ৭ ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে কলকাতা। অথচ প্রথম দুই ম্যাচ জিতে দুর্দান্ত শুরু করেছিল তারা। কিন্তু টানা হারে এখন বিদায়ঘণ্টা শুনতে পাচ্ছে দুইবারের আইপিএল চ্যাম্পিয়নরা।