• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা, হামাসকে দুর্বল করতে পাঠানো হবে ত্রাণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩, ২০২৫, ১২:০২ পিএম
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা, হামাসকে দুর্বল করতে পাঠানো হবে ত্রাণ
খাবার সংগ্রহের জন্য জড়ো হয়েছেন ফিলিস্তিনিরা, ছবি: সংগৃহীত

হামাসের নিয়ন্ত্রণ ছাড়া গাজায় ত্রাণ পাঠাতে ঐক্যমতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও একটি নতুন আন্তর্জাতিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা। এই পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকা ইসরায়েলের দুজন কর্মকর্তা এবং একটি মার্কিন সূত্র এ তথ্য জানিয়েছে। খবর এক্সিয়স

গত দুই মাস আগে গাজায় যুদ্ধবিরতি ভেঙে পড়েছে। পাশাপাশি ইসরায়েল সেখানে মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে। যার মধ্যে রয়েছে- খাবার, পানি ও ওষুধ। এতে করে গাজায় মানবিক সংকট আরও ভয়াবহ অবস্থায় পৌঁছেছে।

জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা জানিয়েছে, কিছুদিনের মধ্যেই গাজায় খাবার ফুরিয়ে যাবে। তবে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, আগামী তিনি থেকে চার সপ্তাহের মধ্যে গাজায় মজুদকৃত খাবার ফুরিয়ে যাবে।

গাজায় মানবিক সহায়তা স্থগিত এবং পুনরায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে পড়েছে। ফলে উপত্যকাটিতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়েছে। এতে করে প্রতিদিন লুটপাট হচ্ছে এবং আইনশৃঙ্খলা ভেড়ে পড়েছে।

গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় খাবার এবং ওষুধ সামগ্রী প্রবেশের জন্য চাপ দিচ্ছে।

ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, যুদ্ধবিরতির আগে এবং পরে থেকে গাজায় প্রবেশকৃত ত্রাণের নিয়ন্ত্রণ নিয়েছিল হামাস। এই ত্রাণ বিক্রির মাধ্যমে হামাস মিলিয়ন ডলার আয় করে তা দিয়ে তাদের যোদ্ধাদের বেতন মিটিয়েছে।

তবে কিছু ত্রাণ সাধারণ মানুষের মধ্যে বিতরণও করেছে হামাস। যার ফলে তারা গাজায় সরকার ব্যবস্থা টিকিয়ে রাখতে পেরেছে।

এমন পরিস্থিতির মধ্যে নতুন পদ্ধতিতে ত্রাণ সরবরাহ করা হলে হামাসের রাজস্ব আয় ভেঙে পড়বে এবং তাদের ওপর জনগণের নির্ভরতা কমে যাবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, নতুন এই প্রক্রিয়াটি ছিল ‘উল্লাস করার মতো একটি বিষয়’ এবং এটি ইসরায়েল ও ফাউন্ডেশনের মধ্যে আলোচনা থেকে এসেছে। যার পেছনে ছিল ট্রাম্প প্রশাসনের সমর্থন ও অনুমোদন।

Link copied!