• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬
কাতার বিশ্বকাপ

পেনাল্টিতে আসরের প্রথম গোল, রেকর্ডবুকে ভ্যালেন্সিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২, ১১:১৭ পিএম
পেনাল্টিতে আসরের প্রথম গোল, রেকর্ডবুকে ভ্যালেন্সিয়া
ছবি- গেটি ইমেজেস

ম্যাচের শুরুতেই কাতারের বিপক্ষে পাওয়া স্পট কিক থেকে ইকুয়েডরকে এগিয়ে নিতে ভুল করেননি ইনার ভ্যালেন্সিয়া। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি রেকর্ডবুকেও নিজের নাম তুলেছেন তুর্কি ক্লাব ফেনারবাখের এই ফরোয়ার্ড।

রোববার (২০ নভেম্বর) আল বায়াত স্টেডিয়ামে মুখোমুখি হয় কাতার ও ইকুয়েডর। ম্যাচের ১৫তম মিনিটে ইকুয়েডর অধিনায়ক ভ্যালেন্সিয়াকে ডি-বক্সে ফাউল করে বসেন স্বাগতিক কাতারের গোলরক্ষক সাদ আল শাবেব। হলুদ কার্ড দেখার পাশাপাশি প্রতিপক্ষকে উপহার দেন পেনাল্টিও।

স্পট কিক পেয়ে দলকে এগিয়ে নিতে মোটেও ভুল করেননি ইকুয়েডর অধিনায়ক ইনার ভ্যালেন্সিয়া। বল আটকাতে বামপ্রান্তে ঝাঁপিয়ে পড়লেও ভ্যালেন্সিয়া শট নেন ডানপ্রান্তে। ফলে সহজেই গোল পেয়ে যায় ইকুয়েডর।

সাদ আল শাবেবের এই ভুলেই পেনাল্টি পায় ইকুয়েডর

এই গোলে বিশ্বকাপের ২২তম আসরের স্কোরশিটের খাতা খুলেছে। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম উদ্বোধনী ম্যাচের প্রথম গোলটি আসলো পেনাল্টি থেকে। এর আগে ২১ আসরের কোনো উদ্বোধনী ম্যাচেই প্রথম গোল পেনাল্টি থেকে হয়নি।

ভ্যালেন্সিয়া শুধু স্পট কিক থেকে গোল করেই রেকর্ড বুকে ওঠেননি। ইকুয়েডরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে দুই আসরে গোল করার কৃতিত্বও অর্জন করেছেন ভ্যালেন্সিয়া। এর আগে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ইকুয়েডরের জার্সিতে ৩ গোল করেছিলেন তিনি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি ইকুয়েডর। সেবার তাই ঘরে বসেই দেখতে হয়েছিল বিশ্বকাপ।

২০তম আসরে তিন গোল করা ভ্যালেন্সিয়া ২২তম আসরের প্রথম ম্যাচেই করেছেন জোড়া গোল। এবার হয়তো আগের আসরের রেকর্ড ছাড়িয়ে যাবেন ফেনারবাখের ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

Link copied!