শ্রীলঙ্কায় এখন মৌসুমটা বৃষ্টির। ক্যান্ডিতে ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচটি গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। প্রথম ইনিংসে ভারতের ব্যাটিংয়ের পর আর খেলাই গড়ায়নি এদিন। এশিয়া কাপের সুপার ফোর ও ফাইনাল ম্যাচের ভেন্যু কলম্বোতেও চলছে বৃষ্টি। তাই সেই ম্যাচগুলোও ভেসে যাওয়ার শঙ্কা আছে। যে কারণে ম্যাচগুলো এই ভেন্যু থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ।
গত কয়েকদিন ধরে কলম্বোয় টানা বৃষ্টি হচ্ছে। ফলে অবস্থা বেগতিক হতে পারে বলে আশঙ্কা করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, এশিয়া কাপের ভেন্যু পরিবর্তনের চিন্তা- ভাবনা করছে এসিসি। ইতোমধ্যে এ নিয়ে ক্রিকেটারদের অবহিত করা হয়েছে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) হাতে বিকল্প রয়েছে পাল্লেকেলে ও ডাম্বুলা। সুতরাং, কলম্বো থেকে সরলে এই দুই স্টেডিয়ামে ম্যাচগুলো আয়োজন করা হতে পারে। বাকি টুর্নামেন্ট সেখানেই শেষ করার প্রত্যাশা করা হচ্ছে।
এবার এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। তবে রাজনৈতিক টানাপোড়েনে সেখানে যেতে রাজি হয়নি ভারত। তাই পাকিস্তানের সঙ্গে যৌথ আয়োজকের মর্যাদা পায় শ্রীলঙ্কা।
তবে এখন সেখানে চলছে বর্ষাকাল। এই অবস্থায় দেশটিতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই আয়োজন নিয়ে সমালোচনার ঢেউ উঠেছে। এতে নড়েচড়ে বসেছে এসিসি। নতুন সিদ্ধান্ত নিতে চাচ্ছে তারা।