• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশ ভেন্যু চূড়ান্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০৪:৪১ পিএম
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশ ভেন্যু চূড়ান্ত
ছবি: সংগৃহীত

ক্রিকেটের সবথেকে রোমাঞ্চকর ফর্মেট টি-টোয়েন্টি। এই ফর্মেটের ২০২৪ সালে বিশ্বকাপের নবম আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। এই দুই দেশের মোট দশটা ভেন্যুতে অনুষ্ঠিত হবে আসন টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসি অনেক আগেই ওয়েস্ট ইন্ডিজের ৭টি ভেন্যু ঠিক করলেও এবার যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যুও ঠিক করে ফেলেছে।  

সম্প্রতি মার্কিন মুলুকের তিনটা ভেন্যুর নাম জানা গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্য দিয়েই তারা প্রথমকবারের মতো ক্রিকেটের কোন বৈশ্বিক আসরের আয়োজন করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলো হলো নিউইয়র্ক, ডালাস ও ফ্লোরিডা। এই তিন শহরেই ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বসবে।

অন্যদিকে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফর্মেটের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ভেন্যুগুলোর অনেক আগেই নাম প্রকাশ করেছে আইসিসি। দ্বীপ দেশের ম্যাচগুলো হবে গায়ানা, অ্যান্টিগা অ্যান্ড বারবুডা, বার্বাডোজ, ডমিনিকা, সেন্ট লুসিয়া, ত্রিনিদাদা অ্যান্ড টোবাগো এবং সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনেডাইন্সে।

বিষয়টি নিয়ে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের সাতটা ভেন্যুর নাম ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। ঘোষিত ভেন্যুগুলো বেশ জনপ্রিয়। সমর্থকেরা সেখানে দারুণ পরিবেশ তৈরি করবে।”

আইসিসির প্রধান নির্বাহী আরও বলেন, “এ নিয়ে তৃতীয়বারের মতো আইসিসির সিনিয়র দলের পুরুষ ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। যা সমর্থকদের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেট উপভোগের বিরল অভিজ্ঞতা এনে দেবে। আমি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও ক্যারিবীয় সাতটি প্রদেশের সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!