বাংলাদেশের দেয়া ১৬৫ রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। তবে, তাদের শুরুটাও হয়েছে বাংলাদেশের মতো। ১৫ রান তুলতেই তারা হারিয়েছে দুই উইকেট। প্রতিবেদনটি লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৩২ রান।
ছোট রানের লক্ষ্য। ব্যাট করতে নেমে লঙ্কান দুই ওপেনার শুরুটা করে একটু মারমুখি ভাবেই। বিশেষ করে পাতুম নিসাঙ্কা খেলেন হাত খুলে। তবে, এই জুটি বড় হবার আগেই তাসকিন আহমেদের আঘাত। তাসকিনের ফুলার লেংথের বলে লাইন মিস করেন দিমুথ করুনারত্নে। হয়েছেন বোল্ড। দলীয় ১৩ রানে ফেরার আগে করুনারত্নে করেন ১ রান। নিসাঙ্কার সঙ্গে ক্রিজে যোগদেন কুশল মেন্ডিস।
এরপর হাত খুলে খেলতে থাকা নিসাঙ্কাকে ফেরান শরীফুল ইসলাম। শরীফুলের বলটি বের হয়ে যাবার সময় ব্যাট চালিয়েছিলেন তিনি। সামনে ঝুঁকে ভালো ক্যাচ নিয়েছেন মুশফিকুর রহিম। নিসাঙ্কা আউট হবার আগে করেন ১৪ রান।
এরআগে, বাংলাদেশের হয়ে লড়াইটা একাই চালিয়ে ছিলেন নাজমুল হোসেন শান্ত। পাল্লেকেলেতে এর বাইরে শ্রীলঙ্কার দাপুটে বোলিং পারফরম্যান্সের জবাব দিতে পারেননি আর কোনো বাংলাদেশি ব্যাটসম্যান। টসে জিতে ব্যাটিং নিয়ে ১৬৪ রানেই থেমে গেছে বাংলাদেশ, নাজমুল একাই করেছেন ৮৯ রান।
৩৬ রানে ৩ উইকেট হারানোর পর তাওহিদ হৃদয়ের সঙ্গে নাজমুলের জুটিতে উঠেছিল ৫৯ রান। কিন্তু এরপর আর কোনো জুটি বড় হয়নি। মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ বা মেহেদী হাসান সে অর্থে সঙ্গে দিতে পারেননি নাজমুলকে। অষ্টম ব্যাটসম্যান হিসেবে নাজমুল ফেরার পর বাংলাদেশও টেকেনি আর কিছুক্ষণ।