• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

তাসকিনের দাবি, আফগান সিরিজ চ্যালেঞ্জিং হবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২০, ২০২৩, ০৪:২০ পিএম
তাসকিনের দাবি, আফগান সিরিজ চ্যালেঞ্জিং হবে

মিরপুরে আফগানিস্তানকে রেকর্ড রানে হারিয়ে ফুরুফুরে মেজাজে বাংলাদেশ। লাল বলে সাফল্যের পর এবার সাদা বলের দিকে মনোযোগ টাইগারদের। তবে রশিদ খানদের বিপক্ষে আগামী ওয়ানডে সিরিজ সহজ হবে না বলছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

সোমবার (১৯ জুন) একটি কর্পোরেট প্রতিষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন এই পেসার।

ঢাকা টেস্টে চারদিনের মধ্যে রেকর্ড রানে আফগানদের হারিয়েছে বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজ জেতা এতটা সহজ হবে না মনে করছেন তাসকিন আহমেদ। টাইগার পেসার জানান, এই সিরিজ চ্যালেঞ্জিং হবে। তবে ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী তিনি। এজন্য দলের সবাই ভালোভাবে অনুশীলন করছে। তবে এই সিরিজ সহজ হবে না।

বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে আফগানিস্তান। তবে বাংলাদেশ দলের ধারাবাহিক সাফল্যে আশাবাদী তাসকিন। দল প্রসঙ্গে এই গতি তারকার জবাব, চট্টগ্রামে স্পোর্টিং উইকেটে থাকবে। পেসাররা উন্নতি করছে এতে অতীত ভুলে প্রথম থেকে শুরু করতে হবে।

আফগান সিরিজের পর তাসকিনদের চোখ এশিয়া কাপ ও বিশ্বকাপের দিকে। তাসকিন আশা করছেন, উন্নতির ধারাবাহিকতা বজায় থাকলে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো কিছুই করবে বাংলাদেশ।

Link copied!