• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

যে কারণে হেফাজত ২০ টাকার নতুন নোট বাতিল চায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৫, ২০২৫, ০১:৩১ পিএম
যে কারণে হেফাজত ২০ টাকার নতুন নোট বাতিল চায়
ছবি : সংগৃহীত

২০ টাকার পুরোনো নোটে যেখানে মসজিদের ছবি ছিল, সেখানে মন্দিরের ছবি দিয়ে নতুন নোটের নকশা করায় কড়া সমালোচনা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এটাকে এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের ওপর আঘাত মন্তব্য করে হেফাজতে ইসলাম নতুন নোট বাতিলের দাবি জানিয়েছে।

বুধবার (৪ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান এই দাবি জানান।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ, প্রবাসী মুসলমান এবং বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, ‘ঈদুল আজহা ত্যাগ, ইখলাস এবং আল্লাহর আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত।

এই মহান উৎসবের শিক্ষা হলো, পার্থিব মোহ ও অহংকার বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। এই মহান উপলক্ষ্য আমাদের স্মরণ করিয়ে দেয়, একটি জাতির স্থায়ী কল্যাণ নিহিত রয়েছে ন্যায়পরায়ণতা, একতা ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার মধ্যে।’
হেফাজত আমির ও মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার নতুন মুদ্রিত ২০ টাকার নোটে মসজিদের ছবি বাদ দিয়ে মন্দির ও বৌদ্ধবিহারের ছবি সংযোজন করেছে; যা ৯২ শতাংশ মুসলমানের আবেগ-অনুভূতির পরিপন্থী ও জাতিগত ধর্মীয় চেতনাকে উপেক্ষা করার শামিল।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!