বিপিএলের জমজমাট কোয়ালিফায়ার-২ ম্যাচে টসে জিতে রংপুর রাইডার্সকে প্রথমে ব্যাট করার আমন্ত্রন জানালো ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
ফাইনালে দেখা হবে সাকিব আল হাসান এবং তামিমের, এমনটাই আশা ছিল দর্শকদের। ঘটনাপ্রবাহে দুই দলের কেউ এখনও ফাইনালে উঠতে পারেনি। বুধবার তাদের দু’জনের একজনের ফাইনাল নিশ্চিত হবে, আরেকজনের দল বিদায় নেবে। কোয়ালিফায়ার-২ ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
এই ম্যাচটিকে আক্ষরিক অর্থে ‘সেমিফাইনাল’ বলাই ভালো। কারণ, জিতলে উঠবে ফাইনাল, হারলে বিদায়।
গ্রুপ পর্বে দু’বার মুখোমুখি হয়েছিলো এই দুই দল। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচেই বরিশালের কাছে হেরেছিলো সাকিবরা। রংপুর ৯ উইকেট হারিয়ে করেছিলো ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান। জবাবে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশালের ব্যাটাররা।
দ্বিতীয়বার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো দুই দল। সেদিন সাকিবের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে আউট হন তামিম। আবার ব্যাট করতে নেমে সাকিব যখন আউট হন তখন তামিমের উল্লাস ছিল দৃষ্টিকটু।
যে কারণে কোয়ালিফায়ারে দুই দল মুখোমুখি হওয়ার আগে দুই আইকন খেলোয়াড়ের এমন আচরণ বেশ ভালোই উত্তেজনা ছড়াচ্ছে। যে কারণে রংপুর-বরিশাল নয়, আলোচনা তৈরি করেছে সাকিব-তামিম দ্বৈরথ।
ম্যাচের বিজয়ী দল শুক্রবার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে আগেই ফাইনালে উঠে যাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের।