• ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মুহররম ১৪৪৬

তামিমের হার্টে ‘রিং’ পরানো হয়েছে, আছেন নিবিড় পর্যবেক্ষণে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০১:০৬ পিএম
তামিমের হার্টে ‘রিং’ পরানো হয়েছে, আছেন নিবিড় পর্যবেক্ষণে
তামিম ইকবাল। ফাইল ফটো

তামিম ইকবালের অবস্থার অবনতি হলে তাকে এনজিওগ্রাম করিয়ে হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন।

সোমবার (২৪ মার্চ) তথ্যটি নিশ্চিত করেছেন আজকের খেলায় ম্যাচ রেফারি দেবব্রত পাল।

এর আগে সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। টসের পরপরই বুকে ব্যথা অনুভব করার পর তাকে বিকেএসপির পাশে কেপিজে হাসপাতালে নেওয়া হয়েছিল।

মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানান, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে হেলিকপ্টারে তোলার মতো শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কেপিজে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। ম্যাচ চলাকালীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করার পর তাকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা উন্নতি না হওয়ায় তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে পাঠানো হয়, যেখানে বর্তমানে তিনি ভর্তি রয়েছেন।

Link copied!