• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

সহজ জয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে সুয়াতেক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৪, ০৭:৪২ এএম
সহজ জয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে সুয়াতেক
ইগা সুয়াতেক। ছবি: সংগৃহীত

চলমান উইম্বলডন টেনিস আসরের তৃতীয় রাউন্ডে উঠেছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় পোলান্ডের ইগা সুয়াতেক। বৃহস্পতিবার রাতে বছরের তৃতীয় গ্রান্ড স্লাম এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের এক ম্যাচে সুয়াতেক সরাসরি ৬-৪ ও ৬-৩ সেটে পেত্রা মার্তিচকে পরাজিত করেন। সুয়াতেক সরাসরি সেটে জিতলেও ২২টি গ্রান্ড স্লাম শিরোপা জয়ী সার্বিয়ার নোভাক জোকোভিচ বৃটেনের অবাছাই ফার্নলির বিপক্ষে চার সেটের কঠিন লড়াইয়ে জয়লাভ করে তৃতীয় রাউন্ডে উঠেছেন। দ্বিতীয় বাছাই জোকোভিচ জেতেন ৬-৩, ৬-৪, ৫-৭ ও ৭-৫ সেটে।

Link copied!