• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

বিশ্বকাপে সর্বাধিক উইকেট লাভের রেকর্ড গড়লেন স্টার্ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২১, ২০২৪, ০৭:১৪ পিএম
বিশ্বকাপে সর্বাধিক উইকেট লাভের রেকর্ড গড়লেন স্টার্ক
মিচেল স্টার্ক। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক নতুন এক বিশ্বকাপ রেকর্ড গড়েছেন। লঙ্কান সাবেক পেসার লাসিথ মালিঙ্গার রেকর্ড ভেঙে দিয়েছেন স্টার্ক। 

শুক্রবার ভোরে এন্টিগায় বাংলাদেশের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের এক খেলায় একটি উইকেট নিয়ে রেকর্ডটি গড়েন তিনি। 

৫২ ম্যাচে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ মিলিয়ে মোট ৯৫টি উইকেট লাভ করে এই রেকর্ডের মালিক হলেন স্টার্ক। মালিঙ্গা ৬০ ম্যাচে ৯৪টি উইকেট নিয়ে এতোদিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন। 

এই তালিকায় ৯২টি উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভাগ্য ভালো হলে এই বিশ্বকাপে সাকিব আর কয়েকটি উইকেট পেলে স্টার্কের রেকর্ড ভেঙেও দিতে পারেন। 

Link copied!