চলতি বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা দলের অধিনায়ক কুশল মেন্ডিস। সোমবার (১৬ অক্টোবর) লক্ষ্ণৌতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
লঙ্কানদের নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা ইনজুরির কারণে দল থেকে ছিটকে যাওয়াতে দলের নেতৃত্ব থাকছে মেন্ডিসের কাঁধে। শ্রীলঙ্কান অধিনায়কের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন চামিকা করুণারন্তে। এছাড়াও পেসার মাতিশা পাথিরানার বদলে একাদশে জায়গা পেয়েছেন পেসার লাহিরু কুমারা। অন্যদিকে অস্ট্রেলিয়া অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।
অস্ট্রেলিয়ার একাদশ
মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।
শ্রীলঙ্কার একাদশ
পাথুম নিসাঙ্কা, কুসল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটকিপার/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, দুনিথ ওয়েললাগে, মহেশ থেকশানা, লাহিরু কুমারা ও দিলশান মাদুশাঙ্কা