অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের খোঁজে মরিয়া শ্রীলঙ্কা টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে ছিল। লঙ্কান দুই ওপেনারের বিদায়ের পর টাল মাটাল শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। শেষপর্যন্ত ওরা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ২১০ রানের লক্ষ্য দিয়েছে। সোমবার (১৬ অক্টোবর) লক্ষ্ণৌতে ব্যাট করতে নেমে ৪৩ ওভার ৩ বলে ২০৯ রান তুলতে গুটিয়ে যায় শ্রীলঙ্কানদের ইনিংস।
ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন লঙ্কান দুই ওপেনার কুশল পেরেরা ও পাথুম নিশাঙ্কা। দুজনই আক্রমণাত্মক ব্যাটিং প্রথম পাওয়ার প্লেতে তুলে নেন ৫১ রান। ম্যাচের ২২তম ওভারে পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে ১২৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন প্যাট কামিন্স। তার আগেই অবশ্য হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন নিশাঙ্কা। ৫৮ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। কামিন্সের বলে ওয়ার্নারের হাতে ধরা পড়ার আগে এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ৬১ রান।
এরপর কুশল পেরেরাকেও ফিরিয়েছেন কামিন্স। ব্যক্তিগত ফিফটি করে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন এই ওপেনার। তবে ৭৮ রানে কাটা পড়েছেন তিনি। ২৭তম ওভারে কামিন্সের বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন পেরেরা।
তিনে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক কুশল মেন্ডিস। ইনফর্ম এই ব্যাটার সাজঘরে ফিরেছেন দ্রুতই। ২৮তম ওভারের শেষ বলে অ্যাডাম জাম্পাকে স্লগ সুইপ করতে গিয়ে বল তুলে দেন আকাশে। খানিকটা দৌড়ে এসে ডিপ মিড উইকেটে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন ডেভিড ওয়ার্নার। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৩ বলে ৯ রান।
মেন্ডিসের পথেই হেঁটেছেন সাদিরা সামারাবিক্রমাও। এই ব্যাটারকেও ফিরিয়েছেন জাম্পা। ৩০তম ওভারের প্রথম বলটি স্টাম্পের ওপর করেছিলেন জাম্পা। টার্ন করেনি, সোজা প্যাডে আঘাত হানে। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন ব্যাটার, কিন্তু লাভ হয়নি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৮ বলে ৮ রান।
ম্যাচের ৩২.১ ওভারের সময় ম্যাচে হানা দেয় বৃষ্টি। প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ থাকার পর আবারও খেলা শুরু হয়। ফিরেই মিচেল স্টার্ক তুলে নেন ধনঞ্জয়া ডি সিলভার উইকেট। ৩২.৩ ওভারের সময় সিলভা ফিরেন ৭ রান করে। এরপর ২ রান করে রান আউট হয়ে ফিরে যান দুনিত ভেল্লালাগে। এই অলরান্ডারের বিদায়ের পর শ্রীলঙ্কার কোনো ব্যাটার ব্যক্তিগত রান ৫ এর বেশি করতে পারেননি। তবে অন্যপ্রান্তে মিডল অর্ডারে ব্যাট করতে নামা চারিথ আসালাঙ্কা একাই লড়ে গিয়েছেন। তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। শেষপর্যন্ত দশম উইকেটে ২৫ রানে থাকা আসালাঙ্কা ম্যাক্সওয়েলের বলে আউট হয়ে বিদায় নেন। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে লেগ স্পিনার জাম্পা ৪৭ রান খরচে ৪ উইকেট তুলে নেন।