এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে আজ(বৃহস্পতিবার) মুখোমুখি হচ্ছে শেষ আসরের দুই ফাইনালিস্ট পাকিস্তান ও শ্রীলঙ্কা। কলম্বোয় ম্যাচটি সাড়ে ৩টায় শুরু হবার কথা থাকলেও বৃষ্টির কারণে হয়নি এখনও টস। এদিকে, ম্যাচ মাঠে না গড়ালে লাভ হবে শ্রীলঙ্কার। রান রেটে এগিয়ে থেকে চলে যাবে লঙ্কানরা ফাইনালে। কারণ ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বিপদে পাকিস্তান। বাবর আজমেদের ফাইনালে উঠতে হলে মাঠে গড়াতে হবে ম্যাচ।
বাঁচামরার এই ম্যাচে বরং পাকিস্তান ব্যাকফুটে। পেস আক্রমণের দুই সৈনিককে হারিয়ে ফেলেছে তারা। ইনজুরিতে এশিয়া কাপ থেকেই ছিটকে গেছেন নাসিম শাহ। আরেক পেসার হারিস রউফও ইনজুরির কারণে খেলতে পারছেন না এই ম্যাচ। তারপরও পাকিস্তান মাঠের লড়াইয়ে লঙ্কানদের কিস্তিমাত করতে চায়। কিন্তু সে সুযোগ তাদেরকে দেবে তো বেরসিক বৃষ্টি?
টস না হলেও একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে হারের একাদশ থেকে পাঁচ পরিবর্তন এনে চমকে দিয়েছে তারা। ইনজুরির কারণে এশিয়া কাপ শেষ হয়ে গেছে পেসার নাসিম শাহের। আরেক পেসার হারিস রউফও ইনজুরিতে ভুগছেন। এছাড়া বাদ পড়েছেন ফখর জামান, আগা সালমান ও ফাহিম আশরাফ। তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ হারিস, সাউদ শাকিল, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম ও অভিষিক্ত জামান খান।
অন্যদিকে লঙ্কান একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালে চলে যাবে তারা। পাকিস্তানের সমান দুই পয়েন্ট থাকলেও রানরেটে এগিয়ে আছে দাসুন শানাকার দল। তাই বৃষ্টি বর্তমান চ্যাম্পিয়নদের জন্য এই মুহূর্তে আশীর্বাদই।