কাতার বিশ্বকাপ

ফ্রান্সের বিপক্ষে খেলতে কাতারে ফিরছেন রাহিম স্টার্লিং


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ১০:০৮ এএম
ফ্রান্সের বিপক্ষে খেলতে কাতারে ফিরছেন রাহিম স্টার্লিং

ইংল্যান্ড তারকা রাহিম স্টার্লিং কাতার বিশ্বকাপ থেকে তার বাড়ি ফিরে গিয়েছিলেন। বাড়িতে ভয়ংকর ডাকাতির ঘটনায় পরিস্থিতি সামলাতে তিনি তড়িঘড়ি করে তার পরিবারের কাছে ফিরেছেন। এবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে লড়াইয়ের আগেই কাতারে ফিরে আসছেন তিনি।

চেলসি তারকা ইংল্যান্ড দলের সাথে নকআউট পর্বের প্রথম ম্যাচ খেলেননি। তার আগেই বিশেষ বিমানে কাতার ছেড়েছিলেন তিনি। তাকে ছাড়াই দল অবশ্য সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

ব্রিটেনে প্রতিবেদনে বলা হয়েছিল, স্টার্লিংয়ের বাড়িতে সশস্ত্র হামলা হয়েছে। তার বাগদত্তা পেইজ মিলিয়ান ও বাচ্চারা তখন বাড়ির ভেতরেই ছিলেন। সশস্ত্র চোরের একটি দল ফুটবলারের বাড়ি প্রবেশ করে মূল্যবান ঘড়ি চুরি করেছে বলে অভিযোগ করা হয়েছে। ঘড়িটি কয়েক হাজার ডলার মূল্যের ছিল।

স্টার্লিং দলের সাথে যোগ দিতে মুখিয়ে আছেন। ধারণা করা হচ্ছে শুক্রবার (৯ ডিসেম্বর) তিনি কাতারে পৌঁছাবেন। কারণ সেমি ফাইনালে ওঠার পথে বড় বাধা বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মোকাবেলা করতে হবে তাদের। তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকি, দুজনকে চুরির ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তবে তাদের এই ঘটনায় সম্পৃক্ততা আছে কী না-এখনো জানা যায়নি।

এফএ নিশ্চিত করে বলেছে, “রাহিম স্টার্লিং কাতারে ইংল্যান্ডের বিশ্বকাপ দলের সাথে শীঘ্রই যোগ দেবেন। চেলসি ফরোয়ার্ড সাময়িকভাবে পারিবারিক বিষয় সমাধানের জন্য চলে গিয়েছিলেন। তবে এখন ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে শুক্রবার (৯ ডিসেম্বর) স্কোয়াডে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।"

Link copied!