গুরুত্বপূর্ণ ম্যাচে একটু পর মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়ে গেছে। যেখানে টস জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
এই ম্যাচ দিয়ে আবারও প্রথম একাদশে ফিরে এসেছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তোকে দলে জায়গা দিতে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে উইল ইয়াংকে। এছাড়া আগের ম্যাচে ইনজুরিতে পড়া ম্যাট হেনরির জায়গার একাদশে এসেছেন ইশ সোধি। এদিকে, পাকিস্তান দলেওে রয়েছে পরিবর্তন। দলে ফিরেছেন অভিজ্ঞ হাসান আলী। বাদ পড়েছেন উসামা মির। এই ম্যাচে পাকিস্তান চার পেসার নিয়ে মাঠে নেমেছে। দলে রাখা হয়নি কোন স্পেশাল স্পিনার। আছেন ইফতেখার আহমেদ, আগা সালমানদের মতো পার্ট টাইম স্পিনার। তাই বাকি দল ওভারের দায়িত্ব থাকবে এই দুই বোলারের ওপর।
এদিকে, এ পর্যন্ত পাকিস্তান-নিউজিল্যান্ড মোট ১১৫টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে অনেক এগিয়ে রয়েছে পাকিস্তান। দলটির ৬০ জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের জয় রয়েছে ৫১ ম্যাচে। আর তাদের মধ্যকার ৩টি ম্যাচে কোনো ফল আসেনি এবং ১টি ম্যাচে ড্র হয়েছিল।
পাকিস্তান একাদশ
আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, হাসান আলী, শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।
নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।