• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

কিউইদের বিপক্ষে দারুণ জয় পাকিস্তানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪, ০৩:০৩ পিএম
কিউইদের বিপক্ষে দারুণ জয় পাকিস্তানের
উইকেটশিকারি আমিরকে শাহিন আফ্রিদির শুভেচ্ছা। ছবি : সংগৃহীত

অসাধারণ দল, অসাধারণ বোলিং, অসাধারণ ব্যাটিং। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটের সহজ ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। কিউইদের মাত্র ৯০ রানে গুটিয়ে ৪৭ বল হাতে রেখেই জিতে সিরিজে ১-০ এগিয়ে গেছে স্বাগতিকরা।

এর আগে প্রথম ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়। শনিবার রাতের এ ম্যাচে দীর্ঘদিন পর পাকিস্তানের জার্সিতে খেললেন পেসার মোহাম্মাদ আমির।

রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাটে নামা নিউজিল্যান্ডের কোনো ব্যাটারকেই টিকতে দেননি পাকিস্তানের বোলাররা। দলীয় ১৬ রানে প্রথম উইকেট পড়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় কিউইরা।

নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন পেসার শাহিন আফ্রিদি। ১০ বলে ১২ রান করা টিম সেইফার্টকে শাদাব খানের হাতে ক্যাচ বানান তিনি।

পরের আঘাত আমিরের। ৪ বলে ৪ রান করা আরেক ওপেনার টিম রবিনসনকে ইফতেখার আহমেদের ক্যাচে পরিনত করেন তিনি।

এরপর ডিন ফক্সক্রফটকে দ্বিতীয় শিকার বানান বাঁহাতি পেসার আমির। ১৩ রান করে বাবর আজমের হাতে ক্যাচ তুলে দেন ফক্সক্রফট।

কিউইদের সর্বোচ্চ ১৯ রান করা মার্ক চাপম্যানকে তুলে নেন লেগস্পিনার আবরার আহমেদ। সাইম আইয়ুবের হাতে ক্যাচ হন তিনি। এছাড়া ১৫ রান করেন কোল ম্যাককনসি।

ম্যাচসেরা শাহিন আফ্রিদি ১৩ রানে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন আমির ও আবরার আহমেদ।

জবাবে ৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এরপর বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ২৭ বলে ৩৭ রানের জুটিতে জয়ের দিকে হাঁটতে থাকে পাকিস্তান। বাবর ১৩ বলে ১৪ রানে আউট হয়ে গেলে ইরফান খানের সঙ্গে ৩৬ রানের অপরাজিত জুটি করে দলকে জয় এনে দেন রিজওয়ান। ৩৪ বলে ৪৫ রান করেন তিনি।

নিউজিল্যান্ডের বেন লিস্টার, মাইকেল ব্রেসওয়েল ও ইশ সোধি একটি করে উইকেট পান। 

Link copied!