• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সেমির আশা বাঁচিয়ে রাখতে আজ মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩, ১০:১৩ এএম
সেমির আশা বাঁচিয়ে রাখতে আজ মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড
পাকিস্তান বনাম নিউজিল্যান্ড। ছবি : সংগৃহীত

সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে আজ(৪ নভেম্বর) জয়ের কোন বিকল্প নেই নিউজিল্যান্ডের সামনে। একই অবস্থা পাকিস্তানেরও। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে হারলে সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে যাবে পাকিস্তানের। ৯২-এর চ্যাম্পিয়নদের বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকে। শনিবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বিশ্বকাপের ৩৫তম ম্যাচে মাঠে নামছে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

চলতি বিশ্বকাপ যাত্রাটা একেবারেই অপ্রত্যাশিত হয়েছে বাবর আজমদের জন্য। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে দলটি পেয়েছে মাত্র তিন জয়। ব্যাট হাতে কিছুই করতে পারছেন না দলের নির্ভরতার প্রতীক বাবর আজম। আর পরপর চার ম্যাচের হার আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি তৈরি করেছিল। তবে সবশেষ ম্যাচে জয়ে দেখা পাওয়ায় কিছুটা ফুরফুরে মেজাজে রয়েছে দলটি।

এদিকে ছেড়ে কথা বলার পাত্র নয় ব্ল্যাকক্যাপসরাও। বিশ্বকাপে শুরু থেকে টানা চার ম্যাচ জিতে ভালো ফর্মে দলটি। কিন্তু সবশেষ তিন ম্যাচের একটিতেও জয় না থাকায় কেইন উইলিয়ামসনের দলও ভুগছে জয় খরায়। তাই ঘুরে দাঁড়ানোর জন্য এই ম্যাচেই চোখ রেখেছে কিউইরা।

৭ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে নিউজিল্যান্ড। অপরদিকে সমান ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে রয়েছে পাকিস্তান।

এ পর্যন্ত পাকিস্তান-নিউজিল্যান্ড মোট ১১৫টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে অনেক এগিয়ে রয়েছে পাকিস্তান। দলটির ৬০ জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের জয় রয়েছে ৫১ ম্যাচে। আর তাদের মধ্যকার ৩টি ম্যাচে কোনো ফল আসেনি এবং ১টি ম্যাচে ড্র হয়েছিল।

খেলা বিভাগের আরো খবর

Link copied!