• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ৩ জ্বিলকদ ১৪৪৫
আইপিএল

সাকিব-লিটন নয়, কলকাতার অধিনায়ক ‘বিতর্কিত’ রানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩, ১২:৪৮ এএম
সাকিব-লিটন নয়, কলকাতার অধিনায়ক ‘বিতর্কিত’ রানা

গুঞ্জনটা ছড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। লিটন দাসের ছবিতে এক ভক্তের রিপ্লাইয়ে তাকে অধিনায়ক হিসেবেও আখ্যা দিয়েছিল। তবে কলকাতায় বাংলাদেশ থেকে ডাক পাওয়া সাকিব আল হাসান ও লিটনের পুরো মৌসুম খেলা নিয়েই রয়েছে শঙ্কা। তাই লিটনকে অধিনায়ক বলাটা একটু হলেও বিস্ময়ের সৃষ্টি করেছিল।

তবে অনেকেই তখন লিটনকে অধিনায়ক বলার বিষয়টিকে মজা বলে উড়িয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত হলোও সেটাই। লিটন বা সাকিব নয়, ভারতীয় ব্যাটার নীতিশ রানাকে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এর আগের মৌসুমে কলকাতার অধিনায়কত্ব করেছিলেন আরেক ভারতীয় ব্যাটার শ্রেয়াস আয়ার। তবে চোট থাকায় তাকে এবার শুরু থেকে পাচ্ছে না তারা। তাই বেশ কিছুদিন ধরেই কলকাতার অধিনায়ক কে হবেন তা নিয়ে সরগরম ছিল ক্রিকেটপাড়া।

শেষ পর্যন্ত বিতর্কিত নীতিশ রানাকেই অধিনায়ক হিসেবে বেঁছে নিলো তারা। রানাকে বিতর্কিত বলা হচ্ছে কারণ, দিল্লি রাজ্য দলের হয়ে ২০১৫ সালে খেলায় সময় বয়স কারচুপির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এমনকি তখন সকল বয়সভিত্তিক টুর্নামেন্টেই মাঠে নামা বন্ধ হয়ে গিয়েছিল তার।

তবে ততদিনে বয়সভিত্তিক ক্রিকেট পার করে আসায় সেটা খুব একটা সমস্যায় ফেলতে পারেনি রানাকে। এরপর দিল্লির হয়ে সিনিয়র ক্রিকেটে প্রথম মৌসুমে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তিনি। দারুণ পারফর্মেন্সের কারণে তখন সব বিতর্ক চাপা পড়ে গিয়েছিল।

২০১৫ সালে প্রথমবার আইপিএলে প্রথমবার আইপিএল খেলার সুযোগ পান রানা, সেবার তাকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলছেন তিনি। এরপর থেকে দলটির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন তিনি।

দলে আন্দ্রে রাসেল বা সুনীল নারিন থাকতে তাকে অধিনায়কত্ব দেওয়া কিছুটা হলেও অবাক করেছেন সবাইকে। তবে ভারতীয় সংবাদমাধ্যমে খবর অনুযায়ী, একাদশে নিয়মিত খেলার সম্ভাবনা বেশি বলেই অধিনায়কত্ব পেয়েছেন রানা।

Link copied!