• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৩, ১১:১৬ এএম
বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ মিশন শেষ করেই বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে কিউইরা। যা শুরু হবে ২৮ নভেম্বর। আর এই দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের নিউজিল্যান্ড দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। বাংলাদেশের কন্ডিশন বিবেচনায় রেখে স্পিন নির্ভর দল পাঠাচ্ছে ব্ল্যাকক্যাপসরা। ১৫ সদস্যের দলে চারজনই স্পিনার। যেখানে রয়েছেন মিচেল স্যান্টনার, রাচিন রাবীন্দ্র, ইশ সোধি ও এজাজ প্যাটেল।

কেন উইলিয়ামসন দলে থাকলেও অধিনায়কের দায়িত্বটা পালন করবেন টিম সাউদি। নিউজিল্যান্ড দলের নির্বাচক স্যাম ওয়েলস সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, “আমরা এমন একটা দল সাজিয়েছি, যারা বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। এজাজ, ইশ, মিচ, গ্লেন ও রাচিন, ওদের মধ্যে আমরা ভালো একটা স্পিন আক্রমণ পাচ্ছি। বৈচিত্র্যও আছে যথেষ্ট। আশা করি, সিরিজের বিভিন্ন সময় ওরা কার্যকর ভূমিকা পালন করবে।”

আগামী ২১ নভেম্বর নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে। ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের প্রথম টেস্ট মাঠে গড়াবে। সিরিজের পরের টেস্ট ৬ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গড়াবে। টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বিশ্বকাপের আগে সবশেষ ওয়ানডে সিরিজে খর্বশক্তির দল নিয়ে বাংলাদেশে খেলতে এসেছিল কিউইরা। টেস্ট আসতেই দেখা গেলো ব্যতিক্রম। পূর্ণ শক্তির দল নিয়েই সাকিব আল হাসানদের বিপক্ষে সাদা পোশাকে লড়বে নিউ জিল্যান্ড। 

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড টেস্ট দল
টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন ও উইল ইয়াং।

খেলা বিভাগের আরো খবর

Link copied!