• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নতুন অধিনায়কের নাম প্রকাশ করল দক্ষিণ আফ্রিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩, ০৬:০৭ পিএম
নতুন অধিনায়কের নাম প্রকাশ করল দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক লরা উলর্ভাট। ছবি: সংগৃহীত

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে নারী ক্রিকেট দলের নতুন অধিনায়কের নাম প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন লরা উলর্ভাট। ২৪ বছর বয়সী এই প্রোটিয়া ওপেনার এবার আর অন্তবর্তীকালীন না পূর্ণকালীন অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন।

এর আগে পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলিয়েছেন লরা।
এই দুই সিরিজে অধিনায়ক হিসেবে বেশ সাফল্য দেখিয়েছেন উলভার্ট। পাকিস্তান ও কিউইদের বিপক্ষে তার নেতৃত্বে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। উলভার্ট অধিনায়কের পাশাপাশি ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন। ৪৫ দশমিক ৬১ গড়ে ওয়ানডেতে ৩ হাজার ৪২১ রান করেছেন এই প্রোটিয়া অভিজ্ঞ ওপেনারের। এছাড়া টি-টোয়েন্টিতে তার নামের পাশে আছে ১ হাজার ৩১৩ রান। অধিনায়কত্বের দৌড়ে তার ব্যাটিংটাও বিবেচনায় ছিল আফ্রিকান বোর্ডের।

ঘরের মাঠে আসন্ন নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট হবে উলভার্টের। চলতি বছরের ৩ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সিরিজটি চলবে। অধিনায়কের প্রথম অ্যাসাইনমেন্ট তরুণ ও অভিজ্ঞদের মিশেলে নতুন দল নিয়ে টাইগ্রেসদের সঙ্গে লড়বে উলভার্টের দল। আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করা হলেও ওয়ানডের স্কোয়াড এখনো ঘোষণা করেনি সিএসএ।

খেলা বিভাগের আরো খবর

Link copied!