• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩, ১০:৫৪ এএম
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস
টস । ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপে তিন ম্যাচ খেলে ফেলেছে শ্রীলঙ্কা। তবে তাদের নামের পাশে লেখা হয়নি কোন জয়। প্রথম জয়ের খোঁজে থাকা দলটি আজ(শনিবার) মাঠে নামছে নেদারল্যান্ডসের বিপক্ষে। যারা আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে রয়েছে দারুণ উজ্জেবিত। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়ে গেছে। টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করবে ডাচরা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে  একাদশটা নিয়েই মাঠে নামছে নেদারল্যান্ডস। অন্যদিকে শ্রীলঙ্কা দলে রয়েছে দুটি পরিবর্তন। দুনিত ভেল্লালাগে-লাহিরু কুমারার জায়গায়ে একাদশে জায়গা পেয়েছেন দুশান হেমন্ত ও কাসুন রাজিতা।

দুই দলের পরিসংখ্যানে শ্রীলঙ্কা নিরঙ্কুশ ফেভারিট। নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের দলীয় সর্বোচ্চ রান ৪৪৩/৯ রেকর্ডের পাতায় স্থান করে নিয়েছে। দলীয় সর্বোচ্চ রানের তালিকায় চতুর্থ স্থানে এটি। তবে এ ঘটনা এখন অতীত। ২০০৬ সালে এ কীর্তি গড়েছিল শ্রীলঙ্কা।

আজ নেদারল্যান্ডসের বাস ডি লিডির সামনে একটা রেকর্ডের হাতছানি এ ম্যাচে। এ পর্যন্ত ৭ উইকেট পেয়েছেন তিনি। এ ম্যাচে অথবা টুর্নামেন্টে আর চার উইকেট পেলে নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারের কৃতিত্ব গড়বেন। বর্তমানে এ কীর্তি তারই বাবা টিম ডি লিডির। ১১ উইকেট নিয়ে শীর্ষে তিনি।

নেদারল্যান্ডস একাদশ :

বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কোলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্র্যান্ড এনজেলব্রাখ, রুলফ ভ্যান ডার মারওয়ি, লোগান ভ্যান বিক, আরিয়ান দত্ত, পল ভ্যান ম্যাকেরান।

শ্রীলঙ্কা একাদশ :

পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, দুশান হেমন্থ, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা ও দিলশান মাদুশাঙ্কা।

Link copied!