• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১, ৫ রবিউল আউয়াল ১৪৪৫

দর্শক চাহিদার শীর্ষে মুস্তাফিজদের চেন্নাই 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৪, ০৩:৫২ পিএম
দর্শক চাহিদার শীর্ষে মুস্তাফিজদের চেন্নাই 
মোস্তাফিজের উইকেট লাভ উদযাপনে চেন্নাই সতীর্থরা। ছবি: সংগৃহীত

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অপ্রত্যাশিত ব্যর্থতায় শুরু করেছে দুই হট ফেবারিট মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আবার রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স উড়ছে দুরন্ত ফর্মে। ব্যাট হাতে ঝড় তুলছে সানরাইজার্স হায়দরাবাদ আর বল হাতে কারিশমা দেখাচ্ছে চেন্নাই সুপার কিংস।

টিভিপর্দার বাইরে অনলাইন স্ট্রিমিংয়েও দর্শক বাড়ছে প্রতিনিয়ত। জিও সিনেমায় এবারের আইপিএল দেখছেন ভারতের বিশাল সংখ্যক মানুষ। তাদেরই এক জরিপে দেখা গেল মজার এক তথ্য। আইপিএলের ১৭তম আসরে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে চেন্নাই সুপার কিংসের ম্যাচকে কেন্দ্র করে।  

আসরের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল আরসিবি ও সিএসকে। বিরাট কোহলি বনাম মহেন্দ্র সিং ধোনির সেই লড়াই এখন পর্যন্ত সবচেয়ে বেশি দর্শক দেখেছিলেন। সংখ্যাটা ৩৮ কোটি। সেই ম্যাচে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের অসাধারণ নৈপূন্যে বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়েছিল চেন্নাই। 

হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে হয়েছিল সবচেয়ে বেশি রানের ইতিহাস। দর্শক সংখ্যার দিক থেকে এই ম্যাচও হয়েছিল রেকর্ড। । প্রথমে ব্যাট করে ২৭৭ রান করেছিল হায়দরাবাদ, যা আইপিএলের ইতিহাসে সর্বাধিক। রান তাড়া করতে গিয়ে ২৪৬ রান করেছিল মুম্বাই। সেই ম্যাচ দেখেছিলেন ২৮ কোটি ৪০ লাখ দর্শক।

তালিকায় তিন নম্বরেও রয়েছে চেন্নাই। নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাটকে ৬৩ রানে হারিয়েছিলেন ধোনিরা। জিও সিনেমায় সেই খেলা দেখেছিলেন ২৫ কোটি ২০ লক্ষ দর্শক।

বিরাট কোহলির ভক্তের অভাব নেই। তারই সুবাদে বেঙ্গালুরুর ম্যাচ দেখেছেন অনেকেই। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে ৪ উইকেটে হারিয়েছিল বেঙ্গালুরু। ম্যাচ দেখেছিলেন ২৪ কোটি দর্শক। সমান সংখ্যক দর্শক দেখেছেন চেন্নাই এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যেকার ম্যাচে। দর্শক তালিকায় শীর্ষে থাকছে এই ম্যাচও। 

 

Link copied!