• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

দাদা-দাদি ও নানা-নানিকে শততম টেস্টের সেঞ্চুরি উৎসর্গ মুশফিকের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৭:৫১ পিএম
দাদা-দাদি ও নানা-নানিকে শততম টেস্টের সেঞ্চুরি উৎসর্গ মুশফিকের

মুশফিকুর রহিম নিজের শততম টেস্টকে আরও রাঙিয়ে তুললেন দারুণ এক সেঞ্চুরি করে। ক্যারিয়ারের এটি ১৩তম টেস্ট সেঞ্চুরি মুশফিকের। আর এই ১৩তম টেস্ট শতকটি তিনি উৎসর্গ করলেন তার প্রয়াত দাদা-দাদী ও নানা-নানিকে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিক কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন,‘তারা যখন বেঁচে ছিলেন, আমার সবচেয়ে বড় ভক্ত ছিলেন। খুব কম নাতি-নাতনিদের ভাগ্যে এমনটা জোটে। তাদের দোয়াতেই আমি আজকে এই পর্যায়ে। এই বিশেষ অর্জন তাদেরকেই উৎসর্গ করতে চাই।’

আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের শততম টেস্টে প্রথম ইনিংসে মুশফিক ১০৬ রান করেছেন। এর মধ্য দিয়ে তিনি রিকি পন্টিং, জো রুটের মতো শততম টেস্টে সেঞ্চুরি হাঁকানো গ্রেট ক্রিকেটারদের পাশে জায়গা করে নিলেন।

সংবাদ সম্মেলনে মুশফিক তার ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে বেশি সমর্থনের জন্য স্ত্রীর প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, কঠোর অনুশীলনের জন্য ঘরে যে স্থিতিশীল পরিবেশ প্রয়োজন, তা তার স্ত্রী নিশ্চিত করেছেন।

তিনি বলেন,‘আমার দুটো বাচ্চা আছে। বাচ্চারা রাতে ঘুমায় না, তবে আমার কখনো একদিনও নির্ঘুম রাত কাটেনি। পুরোটা সময় সে-ই রাত জেগে বাচ্চাদের সামলেছে। আমাকে চিন্তা থেকে মুক্ত করার চেষ্টা করেছে। আমি তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ।’ মুশফিক মনে করেন, ২০১৪ সালের পর তার ক্রিকেটে যে ইতিবাচক প্রভাব পড়েছে, তার পেছনে স্ত্রীর অবদান সবচেয়ে বড়।

Link copied!