বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের দেওয়া ১৫৭ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ধর্মশালায় আফগানদের দেওয়া স্বল্প রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দ্রুতই বিদায় নিয়েছেন দুই টাইগার ওপেনার তানজিম হাসান তামিম ও লিটন দাস। এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত বাংলাদেশের স্কোর ১৬ ওভারে ২ উইকেটে ৭৮ রান। ব্যাটিংয়ে আছেন নাজমুল হোসেন শান্ত ১৮ রানে ও মেহেদি হাসান মিরাজ ৩৭ রান।
আফগানিস্তানের দেওয়া অল্প রানের টার্গেটে ব্যাট করতে আসেন জুনিয়র তামিম ও লিটন। এদিন ব্যাটিংয়ে নেমে দুইজনই দেখে শুনে শুরু করেন। ফজলহক ফারুকির প্রথম ওভারে চার মেরে বিশ্বকাপে ব্যক্তিগত রানের খাতা খোলেন ওপেনার তানজিদ হাসান। মুজিব উর রহমানের করা পরের ওভারে লিটন দাসও চার মেরে রানের খাতা খোলেন। এই ওভারে দুটি চার মারেন লিটন।
দুই ওপেনার চার মেরে রানের খাতা খুললেও বেশিক্ষণ টিকতে পারেননি। ফারুকির করা ৫ম ওভারের প্রথম বল কাভারে ঠেলে রান নেওয়ার জন্য সামনের পায়ে একটু ঝুঁকেছিলেন লিটন। রান নেওয়ার দিকে আগ্রহ ছিল না তার। তবে অন্য প্রান্ত থেকে তানজিদ ততক্ষণে দৌঁড়ে উইকেটের মাঝে চলে এসেছিলেন, লিটনের কল না শুনেই। নাজিবুল্লাহ জাদরানের সরাসরি থ্রোয়ে রান আউট হন তানজিদ। এ রানআউটের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, আয়েশি ভঙ্গিতে ক্রিজে ফিরতে চেয়েছিলেন তিনি, অথচ ডাইভ দিলে বেঁচে যেতে পারতেন সহজেই। এতেই প্রথম বিশ্বকাপে ব্যাটিংয়ে নেমে ১৩ বলে ৫ রান করে রান আউটে কাটা পড়েন তামিম।
এক ওপেনারের বিদায়ের পর ফারুকির পরের ওভারেই আউট হয়ে ডাগ আউটে ফিরে গেছেন লিটন। আফগান পেসার ফারুকির অফ স্টাম্পের বাইরের বল। লিটন সেটি খেলতে গেলেন আয়েশী ভঙ্গিতে। অবশ্য ঠিক নিশ্চিত ছিলেন না কীভাবে খেলবেন, মনে হয়েছে এমন। বিপদ ঘটল তাতেই। ইনসাইড-এজে বোল্ড হয়েছেন লিটন। বলা যায়, ‘ক্ল্যাসিক’লিটন ডিসমিসাল। ১৮ বলে ১৩ রান করে থেমেছেন তিনি।
লিটন-তামিমের দ্রুত বিদায়ের পর দলের হাল ধরেন শান্ত-মিরাজ।