নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মেসির আগ্রাসি রুপ দেখেছে বিশ্ব। ওই ম্যাচে এতটাই রেগে গিয়েছিলেন মেসি, ম্যাচ শেষ হওয়ার পরও অনেকটা সময় এই রাগের ছাপ ছিল তার মুখায়বে।
তবে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে এক ডাচ ফুটবলারকে দেওয়া মেসির ধমক। ঘটনাটা ম্যাচ শেষ হওয়ার পর। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসিকে সাক্ষাৎকার দিচ্ছিলেন মেসি।
তখনই পাশ দিয়ে হেটে যাওয়া ডাচ ফুটবলার ভাউট ভেগহোর্স্টকে আচমকাই ধমকানো শুরু করেন মেসি। শীতল চোখে তাকে বলেন, ‘এদিকে তাকিয়ে আছো কেন নির্বোধ? ওদিকে যাও।’
ওই সময়ে মেসি এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন তাকে সামলাতে হয়েছে আর্জেন্টিনার সাবেক ফুটবলার ও মেসির বন্ধু সার্জিও আগুয়েরকোকে।
তবে মজার ব্যাপার হলো মেসির এই ধমক নিয়েও রীতিমতো ব্যবসা শুরু করেছেন আর্জেন্টাইন ব্যবসায়ীরা। তারা এখন টি-শার্ট, মগসহ আরও একাধিক জিনিসের গায়ে মেসির ওই ধমক ছাপাচ্ছেন।
আর ছাপানো পণ্যগুলোও দেদারসে বিক্রি হচ্ছে দোকানগুলোতে। প্রতিটি মগের দাম রাখা হচ্ছে ১ হাজার ৬০০ পেসোয় (আর্জেন্টাইন মুদ্রা) বা ৯ ডলার। এছাড়া শার্টের দাম ২ হাজার ৯০০ পেসোয় ও ক্যাপ বিক্রি হচ্ছে ৩ হাজার ৯০০ পেসোয়।