ফুটবল কিংবদন্তি পেলে বৃহস্পতিবার রাতে ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। পেলের মৃত্যু বিশ্ব ফুটবলের জন্য বিষাদের ছায়া নামিয়েছে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো ব্রাজিলিয়ানকে শ্রদ্ধা জানিয়েছেন।
ক্রিশ্চিয়ানো রোনালদো তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বার্তা পোস্ট করেছেন। যেখানে তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
পর্তুগিজ স্ট্রাইকার লিখেছেন, "ব্রাজিলের প্রতি আমার গভীর সমবেদনা। বিশেষ করে জনাব এডসন আরন্তেস দো নাসিমেন্তোর (পেলে) পরিবারের প্রতি। তিনি আমাকে সবসময় যে স্নেহ দেখিয়েছেন, তা অতুলনীয়। আমরা সুন্দর মুহূর্ত ভাগাভাগি করেছিলাম, এমনকি দূরত্বেও। তাকে কখনোই ভোলা যাবে না এবং তার স্মৃতি চিরকাল প্রতিটি ফুটবলপ্রেমীর স্মৃতিতে বেঁচে থাকবে। শান্তিতে থাকুন, রাজা পেলে।"
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার তারকা খেলোয়াড় লিওনেল মেসিও পেলের মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
লিও মেসি ছোট পোস্টে লিখেছেন, "শান্তিতে বিশ্রাম করুন, পেলে।"