• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

দীর্ঘদিন কেন কথা বন্ধ ছিল স্ত্রীর সঙ্গে, জন্মদিনে মুখ খুললেন মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২৪, ০২:৫৯ পিএম
দীর্ঘদিন কেন কথা বন্ধ ছিল  স্ত্রীর সঙ্গে, জন্মদিনে মুখ খুললেন মেসি
লিওনেল মেসি ও তার স্ত্রী। ছবি : সংগৃহীত

সোমবার ক্ষুদে ফুটবল যাদুকর লিওনেল মেসির ৩৭তম জন্মদিন। ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে তার জন্ম হয়। চলমান কোপা আমেরিকা ফুটবলে ব্যস্ত থাকার পরও আর্জেন্টিনার অধিনায়ক আছেন সতীর্থদের সঙ্গে। তার জন্মদিন পালনের আয়োজনে ক্রটি নেই। উৎসবের আবহের মধ্যেই উঠে এসেছে স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে তার কথা বন্ধ থাকার খবর। তবে কি মেসির সংসারে অশান্তির ছায়া?
এই ঘটনা অবশ্য টাটকা নয়। পুরনো। বিয়ের আগের। জন্মদিন পালনের আগে এক সাক্ষাৎকারে পুরনো দিনের কথা বলেছেন মেসি। আন্তোনেল্লার সঙ্গে আলাপ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘একটা সময় আমাদের মধ্যে কথা ছিল না। প্রায় কোনও যোগাযোগই ছিল না আমাদের।’ 
কী ঘটেছিল? মেসি বলেছেন, ‘একটা সময় আমি প্রায়ই ওদের বাড়ি যেতাম। ওর এক কাজিন আমার বন্ধু ছিল। ওর মাধ্যমেই আমাদের আলাপ। তখন দু’জনের বয়সই খুব কম ছিল। তখন থেকেই আন্তোনেল্লাকে আমার ভাল লাগত।’ 
তিনি আরও বলেছেন, ‘১৩ বছর বয়সে আমি স্পেনে চলে যাই। তার পর আন্তোনেল্লার সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। এখনকার মতো সহজে যোগাযোগ করা যেত না তখন। সুযোগ বা সুবিধা ছিল না। চিঠি লেখার সুযোগ ছিল। ইমেল করা যেত। কিন্তু এক দেশ থেকে অন্য দেশে ফোন করে কথা বলার খরচ খুব বেশি ছিল। সেই খরচের জন্যই আমাদের মধ্যে যোগাযোগ ধীরে ধীরে কমে গিয়েছিল। কথাও হত না দীর্ঘ দিন।’
কবে আবার যোগাযোগ হল আপনাদের? মেসি বলেছেন, ‘তখন আমার বয়স ১৬ বা ১৭। তখন যোগাযোগ ব্যবস্থা কিছুটা সহজ হয়। ম্যাসেঞ্জারে কথা বলতাম আমরা। আমাদের দু’জনের ঘনিষ্ঠতা আবার বৃদ্ধি পেতে শুরু করল। তখন বুঝতে পারলাম, ছোটবেলার টান দু’জনের মধ্যেই রয়ে গিয়েছে। কিছুই বদলায়নি।’
দীর্ঘ দিন প্রেমের পর ২০১৭ সালে আন্তোনেল্লাকে বিয়ে করেন মেসি। তিন সন্তানকে নিয়ে এখন তাদের সুখের সংসার। ৩৭তম জন্মদিনে সতীর্থদের মতো তার সঙ্গে রয়েছেন স্ত্রী, সন্তানরাও।
 

Link copied!