• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ৩ জ্বিলকদ ১৪৪৫

বর্ষসেরার লড়াইয়ে মেসি, এমবাপ্পে ও হালান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩, ০১:১৮ পিএম
বর্ষসেরার লড়াইয়ে মেসি, এমবাপ্পে ও হালান্ড
বাঁ থেকে এমবাপ্পে, মেসি ও হালান্ড। ছবি: সংগৃহীত

পুরুষ এবং নারীদের ফুটবলের সেরা তিন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের প্রধান সংস্থা ফিফা। সেই সঙ্গে কোন কোন ফুটবলার সেরা গোল করার তালিকায় রয়েছেন, সেটাও জানিয়েছে তারা।

পুরুষদের তালিকায় রয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। এরআগে, সেরার দৌড়ে প্রাথমিকভাবে ১২ জন ফুটবলারকে বেছে নেওয়া হয়েছিল। বিভিন্ন দেশের কোচ, অধিনায়ক, সাংবাদিক এবং সমর্থকদের ভোটের মাধ্যমে বাদ গিয়েছেন নয় জন। মেসি, এমবাপে ও হালান্ডের মধ্যেই একজন এ বারের বর্সসেরা ফুটবলার হবেন। 

গত বছর ১৯ ডিসেম্বর থেকে এই বছরের ২০ আগস্ট পর্যন্ত ম্যাচগুলির মধ্যে থেকে সেরা ফুটবলার বেছে নেওয়া হয়েছে।

বিশ্বকাপের ফাইনালে এমবাপের দল ফ্রান্সকে হারিয়েই ট্রফি জিতেছিল মেসির আর্জেন্টিনা। এক সময় একই ক্লাবের হয়ে খেলতেন তারা। পরে মেসি পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে চলে যান। এমবাপে এখনও পিএসজিতেই রয়েছেন। নরওয়ের ফুটবলার হালান্ড ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে অসাধারণ খেলছেন।

নারীদের মধ্যে সেরা ফুটবলার হওয়ার তালিকায় রয়েছেন আইতানা বনমাতি, লিন্ডা সাইসেডো ও জেনিফার হারমোসো। চুমু বিতর্কে নাম জড়িয়েছিল হারমোসোর। সেরা গোলের দৌড়ে রয়েছেন জুলিয়ো এনসিসো, গুইলহার্ম মাদরুগা এবং নুনো স্যান্টস।
 

Link copied!