• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

যুক্তরাষ্ট্রের পঞ্চম সর্বোচ্চ বেতন পাবেন মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১১, ২০২৩, ০৪:২৭ পিএম
যুক্তরাষ্ট্রের পঞ্চম সর্বোচ্চ বেতন পাবেন মেসি

লিওনেল মেসি পিএসজি ছেড়ে পাড়ি জমাচ্ছেন মিয়ামিতে। প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে পঞ্চম সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদ হবেন আর্জেন্টাইন এই তারকা।

এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সেরা ৫টি খেলা বিবেচনা করলে আর্জেন্টাইন সুপারস্টারের বেতন হবে চারটি বড় এনবিএ তারকার থেকে কম। ফিনিক্স সানসের তারকা ডেভিন বুকার এবং কার্ল অ্যান্থনি টাউনস ৫৬.১ মিলিয়ন আয় করে বছরের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত খেলোয়াড় হিসেবে রয়েছেন।

তাদের পরে রয়েছে নিকোলা জোকিক এবং স্টিফেন কারি। তারা যথাক্রমে ৫৪.৫ এবং ৫৩.৮ মিলিয়ন আয় করেন। এবং তারপরে পঞ্চম স্থানে লিওনেল মেসির বার্ষিক বেতন যা ৫৩.৭ মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে।

আল হিলালের প্রস্তাব ছাড়াও ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নের জন্য এফসি বার্সেলোনারও একটি প্রস্তাব ছিল যারা তাকে দলে ফিরিয়ে আনতে চেয়েছিল। কিন্তু লিওনেল মেসি স্পষ্ট করে দিয়েছিলেন যে তাকে ইন্টার মায়ামি নির্বাচন করার সিদ্ধান্তটি অর্থ বা পুরানো অনুভূতির ভিত্তিতে ছিল না।

আর্জেন্টাইন সুপারস্টার জানিয়েছেন যে, তিনি ইউরোপীয় ফুটবলের স্পটলাইট থেকে দূরে থাকতে চান এবং তার পরিবারের সাথে আরও বেশি সময় কাটাতে চান।

 

Link copied!