ঘরের মাঠে বুধবার রাতে মার্সেই ২-১ গোলে হারিয়েছে তারকায় ঠাসা দল পিএসজিকে। প্যারিসের দলটিকে হারিয়ে ফরাসি কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মার্সেই। অন্যদিকে, এই হারে নিশ্চিত হয়েছে পিএসজির বিদায়।
মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে ছিলেন না ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তবে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও ব্রাজিলের তারকা নেইমারের সরব উপস্থিতির পরও হারতে হয়েছে পিএসজিকে।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ তুলে মার্সেই প্রতিপক্ষের রক্ষণ নাড়িয়ে দেয়। ঘরের মাঠে দলটির এমন দাপুটে পারফর্ম্যান্সে সুযোগই পাচ্ছিল না পিএসজি। রক্ষণ সামলাতে ব্যস্ত দলটির থেকে পুরোপুরি ফায়দা তুলে নেয় মার্সেই।
ম্যাচের ৩১ মিনিটে অ্যালেক্সিস সানচেজ পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে সার্জিও রামোস গোল করে দলকে স্বস্তির সমতা এনে দেন।
তবে দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে রুসলান মালিনোভস্কি গোল করে মার্সেইকে আবার লিডে তোলেন। এই গোল মেসি-নেইমার মরিয়া হয়ে খেলেও শোধ করতে পারেননি।
ব্যর্থ একের পর এক আক্রমণে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয় পিএসজি। এই হারে ফরাসি কাপ থেকেও ছিটকে গেল দলটি।