• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬

ঘোষণা ছাড়াই পিএসজির আর্মব্যান্ড এমবাপের হাতে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ১০:১৮ এএম
ঘোষণা ছাড়াই পিএসজির আর্মব্যান্ড এমবাপের হাতে

পিএসজি ফ্রেঞ্চ কাপ রাউন্ড ৩২-এ পেস ডি ক্যাসেলের বিপক্ষে ম্যাচে ৭-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে। মাঠের পারফর্ম্যান্স ঠিকঠাক থাকলেও এই ম্যাচ নিয়েও বিতর্ক হয়েছে। এই ম্যাচে ঘোষণা ছাড়াই পিএসজির নেতৃত্ব উঠেছে ফরাসি কিলিয়ান এমবাপের হাতে।

পিএসজির অফিসিয়াল অধিনায়ক হলেন মারকুইনহোস। ব্রাজিলের জাতীয় দলের তারকা পেস ডি ক্যাসেলের বিপক্ষে সোমবারের ম্যাচে মাঠে ছিলেন না। তার অনুপস্থিতিতে প্রেসনেল কিম্পেম্বে অধিনায়কের দায়িত্ব পালন করেন। কিন্তু পিএসজিতে থাকাকালীন প্রথমবারের মতো এমবাপের হাতে উঠেছে ম্যাচের নেতৃত্বের ভার।

ম্যাচের পর ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে কিম্পেম্বে বলেন, "এই কয়েক ঘন্টায় আমি নিজের সম্পর্কে অনেক কিছু শুনতে পেরেছি। তাই আমার সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ না হওয়ায় আমি বিষয়গুলো পরিষ্কার করতে চাই। আমাকে এই সিদ্ধান্ত (অধিনায়কত্ব) সম্পর্কে অবগত করা হয়নি। তবে আমি সবসময় ক্লাবের সিদ্ধান্তকে সম্মান করব।"

মৌসুমের শুরুতে অধিনায়কের দায়িত্ব দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় ঠিক করা, একজনকে সরিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া- অবশ্যই স্কোয়াডের সব সদস্যদের জানানো উচিত ছিল বলে মনে করেন অনেকে। পিএসজির এই সিদ্ধান্ত ম্যাচের খেলায় প্রভাব রাখবে বলে তীব্র সমালোচনা করা হচ্ছে।

Link copied!