• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশ দল খারাপ খেললেও সাপোর্ট করবেন মাশরাফি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩, ০৮:২২ পিএম
বাংলাদেশ দল খারাপ খেললেও সাপোর্ট করবেন মাশরাফি
মাশরাফি বিন মর্তুজা। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগেই উত্তাপ ছিল দেশের ক্রিকেটাঙ্গন। সাকিব আল হাসান-তামিম ইকবাল ইস্যুতে বেশ কয়েকদিন সরব ছিল ক্রীড়াঙ্গন। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ের পর সকলের মনোযোগ এখন বিশ্বকাপের মূল পর্বে যেখানে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এবারের বিশ্বকাপকে ঘিরে বড় স্বপ্ন দেখছেন সমর্থকরা। টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও এবারের দল নিয়ে বেশ আশাবাদী। 

রোববার (১ অক্টোবর) তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় দল নিয়ে নিজের বিশ্লেষণ করেন তিনি। বিশ্বকাপ দলকে ছয়টি ভাগে ভাগ করে বিশ্লেষণ করেছেন মাশরাফী। টপ অর্ডার, মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার, স্পিন ও পেস ডিপার্টমেন্ট ও ফিল্ডিং- এই ছয় ভাগে ভাগ করে প্রতিটি ডিপার্টমেন্ট নিয়ে নিজের মতামত জানান সাবেক এই অধিনায়ক। বিশ্লেষণ শেষে দলের ভালো পারফরম্যান্সের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মাশরাফী এ সময় বলেন, “সবচেয়ে ইম্পরট্যান্ট যে ম্যাসেজটা আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে, বাংলাদেশ দল ভালো করবে, ভালো খেলবে, এটা আমি আশা করছি, আপনি আশা করছেন। বাংলাদেশ দল যদি খুব ভালো খেলে আপনারা হয়ত টুইট করবেন, ম্যাসেজ করবেন, আমিও হয়তবা তাই, আপনাদের মতোই টুইট করব , ম্যাসেজ করব। ফেসবুকে এসে একটা স্টেটাস দিব, খুবই স্বাভাবিক।”

এরপরই মাশরাফী প্রশ্ন রাখেন, যদি এই দল খারাপ করে তবে কী হবে? মাশরাফী নিজেই উত্তরটা দিলেন, “আমি জানি না আপনি কী করবেন, কিন্তু আমি এই দলের পাশে স্ট্রংলি দাঁড়াব। আই রিপিট এগেইন, আমি স্ট্রংলি দাঁড়াব। কী জন্য? - এই জন্য দাঁড়াব, কারণ এখানেই বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যাচ্ছে না। এবং একজন ক্রিকেটার হিসেবে আমার দায়িত্ব আমার দলের পাশে এসে দাঁড়ানো।”

টাইগারদের সাবেক অধিনায়ক যোগ করেন, “দেখেন আমি এই কথাটা এই জন্য বললাম, ওয়ার্ল্ড কাপ ইজ নট ইজি, ওয়ার্ল্ড কাপে সব দলই এসেছে তাদের সেরা খেলোয়াড় নিয়ে এবং বেস্ট ক্রিকেট খেলতে এবং তারাও তাদের বেস্ট ক্রিকেটটাই খেলবে। সো এখানে এনিথিং ক্যান হ্যাপেন। সে কারণেই আমি স্রেফ এই কথাটা বলেছি। আমি অবিভিয়াসলি আশা করছি এই দল অনেক ভালো করবে, কিন্তু যদি না করে, আমি দলের সঙ্গেই থাকব। আপনারা হয়ত তখন আমাকে গালি দিতেই পারেন। আমাকে নিয়ে ট্রল করতেও পারেন, হুইচ ইজ আপ টু ইউ। বাট আমি মনে করি, আমাদের সকলের একসঙ্গে দলকে সাপোর্ট করা উচিত।”

এ সময় তানজিদ তামিম প্রসঙ্গে মাশরাফি বলেন, ”তানজিদ তামিম শট খেলতে অনেক পছন্দ করে। আমার মনে হয় ম্যানেজমেন্ট এই কারণেই তাকে দলে রেখেছে। যতগুলো ওপেনার আছে তাদের মধ্য থেকে এই কারণেই তামিমকে চয়েজ করেছে। লিটন-তামিমকে নিয়ে একটা কথাই বলবো। ৯টা ম্যাচেই যে তাদের ভালো শুরু করতে হবে বা খেলতে হবে ব্যাপারটা এমন নয়। তারা যদি ৪-৫টা ম্যাচেও সেরা ক্রিকেটটা খেলতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে দল অনেকটা এগিয়ে যাবে।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!