কয়েক দিন ধরেই নানান ইস্যুতে উত্তাল বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। এর মধ্যে উল্লেখযোগ্য বিশ্বকাপ স্কোয়াডে তামিমের জায়গা না পাওয়া। এর পেছেনের কারণ সন্ধানে উঠে পড়ে লেগেছে সমর্থকরা। আর উত্তপ্ত বিষয়টি নিয়ে ভিডিও বার্তায় কথা বলেছেন তামিম ইকবাল। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ দল ভারতের উদ্দেশে দেশ ছাড়ার পর ভিডিও বার্তায় বিষয়টি নিয়ে মুখ খুলেন তামিম। এদিন রাত ১১ টায় একটি বেসরকারি চ্যানেলে এসব বিষয়সহ আরও অনেকগুলো বিষয় নিয়ে সাক্ষাৎকার দেন সাকিব আল হাসান।
তামিম-সাকিবের ভিডিও বার্তার পর এবার উভয় প্রসঙ্গে ভিডিও প্রকাশ করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত আটটার পর ষোলো মিনিটের ভিডিও প্রকাশ করেন মাশরাফি।
মাশরাফি তার ভিডিওতে তামিমের ভিডিও ও সাকিবের সাক্ষাৎকারের বিভিন্ন অংশ নিয়ে খোলাখুলি কথা বলেন। নিজের অবস্থান জানান। এসময় তিনি সাকিবের হাতে বড় ট্রফি আসার স্বপ্ন দেখেন। মাশরাফি বলেন, “সাকিব এখনো আছে। সাকিবের অনেক রোল আছে। আমি এখনো আশা করছি সাকিবের মতো খেলোয়াড়ের হাতে একটা বড় ট্রফি আসবে এটা আমরা স্বপ্ন দেখছি। আমার বিশ্বাস সবকিছুকে পেছনে ফেলে সাকিব সামনে এগিয়ে যাবে। এটা আমি না বললেও সে তাই করত। কারণ ব্যক্তিগত জায়গা থেকে সাকিবকে আমার এতটুকুই মনে হয়, যে তার ক্যারেক্টার অনেক শক্তিশালী। যে কোনো জিনিসকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারে। আমি নিশ্চিত দলকে অনেক পজিটিভভাবে নিয়েই সাকিব সামনে এগিয়ে যাবে। তারা তাদের সেরা ক্রিকেট খেলে আসবে।”
এসময় তিনি সাকিব আল হাসানকে সাধুবাদ জানানোর কথা বলেন। মাশরাফি বলেন, “আমার কাছে মনে হয়, সাকিব অনেক কথা বলেছে, যেগুলোর অনেক যুক্তি আছে। আরও কিছু কথা আছে, যেগুলো বলতে চাই। সাকিব একটা জিনিস পরিষ্কারভাবে বলেছে, সেটা হচ্ছে, অধিনায়কত্ব করতে চায় না। সে বলেছে অধিনায়কত্ব করে অর্জনের কিছু নেই ওর এখন আর, এটি আসলে পরিষ্কার বার্তা। আমি ওর এই কথার সঙ্গে পুরোপুরি একমত। তারপরও তামিম ছেড়ে দেওয়ার পর সাকিবকে পুশ করা হয়েছে। বাধ্য হয়েই সাকিবকে নিতে হয়েছে। এতে তাকে সাধুবাদ জানানো উচিত।”