ম্যাথিউ শর্ট ও মিচেল মার্শের দুই শর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং-ঝড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলে অজিরা।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার ৮ উইকেটে তোলে ১৬৪ রান। জবাবে অস্ট্রেলিয়া ৩১ বল হাতে রেখেই ৮ উইকেটের সহজ জয় পায়।
ডারবানে টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমেই দলকে দারুণ শুরু এনে দেন টেম্বা বাভুমা। তিন ১৭ বল ৩৫ রান তুলে বিদায় নেন শন অ্যাবটের বলে। বাভুমার বিদায়ের পরে প্রোটিয়া ব্যাটিং-লাইনে ভাঙন ধরে। মাত্র ১০ রান তুলতে দক্ষিণ আফ্রিকা হারায় ৪ উইকেট। ৪৬ রানে ৪ উইকেট হারানোর পর দক্ষিণ আফ্রিকা অধিনায়ক মার্করাম ও ত্রিস্টান স্টাবস পঞ্চম উইকেটে জুটি গড়ে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন।
তাদের এই জুটি থেকে আসে ৫১ রান। ২৭ রানে স্টাবস প্যাভিলিয়নে ফিরে গেলে দলকে দেড়শ র দিকে নিয়ে যান মার্করাম। ১৯তম ওভারে অ্যাবোটের শিকার হওয়ার আগে ৪৯ রান করেন অধিনায়ক। শেষ পর্যন্ত প্রোটিয়ারা নির্ধারিত ওভার ব্যাট করে ৮ উইকেটে ১৬৫ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়াকে। অজিদের হয়ে শন অ্যাবট ও নাথান এলিস ৩টি করে উইকেট নেন।
অস্ট্রেলিয়া জয়ে লক্ষ্যে তাড়া করতে নেমে দলীয় ৩২ রানে ট্র্যাভিস হেড ফিরে যান। এরপর অধিনায়ক মিচেল মার্শের সঙ্গে দলের হাল ধরেন ওপেনিংয়ে নামা ম্যাথিউ শর্ট। জাতীয় দলের হয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা এই ওপেনার ৩০ বলে ৭টি চার ও ৪টি ছয় খেলেন ৬৬ রানের ঝোড়ো ইনিংস। শর্ট বিদায় নিলেও ম্যাচ শেষ করে আসেন মার্শ। অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৯ বলে অপরাজিত ৭৯* রান। তার এই বিধ্বংসী ইনিংস সাজান ৮ চার ও ৬ ছক্কায়।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়া ১১১ রানের বিশাল জয় পায়। আর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটের জয় নিয়ে এক ম্যাচে হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো মিচেল মার্শের দল।