• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬

লেস্টার সিটির তিন গোলে লিভারপুলের জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২২, ০২:২২ পিএম
লেস্টার সিটির তিন গোলে লিভারপুলের জয়

লিভারপুল ও লেস্টার সিটির ম্যাচের তিন গোলের তিনটিই দিয়েছে সিটি। লিভারপুলের খেলোয়াড়রা কেউই পাননি গোলের দেখা। তারপরও ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। কারণ তিন গোলের দুটিই এসেছে লেস্টার সিটির খেলোয়াড়দের আত্মঘাতী গোল থেকে।

অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সফরকারীরা। ম্যাচের ৪ মিনিটে কিয়েরনান দেসবারি হলের গোলে এগিয়ে যায় লেস্টার। শুরুতেই গোল পেয়ে উচ্ছ্বসিত লেস্টার সিটির আনন্দ বিষাদ হয় নিজেদের দলের খেলোয়াড় উওট ফায়েসের কারণে।

তিনি ম্যাচের ৩৮ ও ৪৫ মিনিটে নিজেদের গোলপোস্টেই দু‍‍`বার বল জালে জড়ান। ফলে লিভারপুল গোল না পেয়েও হেসে-খেলে ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয়। বাজে মৌসুম কাটিয়ে টানা চার ম্যাচে জয় পেয়েছে লিভারপুল।

ম্যাচের পর লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে নারাজ। তিনি বলেন, ‘ম্যাচে যে ফল হয়েছে তা আমাদের সবার চেষ্টার ফলেই এসেছে। এর কৃতিত্বের দাবিদার আমরাই।’ 

১৬ ম্যাচে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে পাঁচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

Link copied!