• ঢাকা
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬

নেতৃত্ব আমার কাছে নতুন কিছু নয়: সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৩, ০২:৫০ পিএম
নেতৃত্ব আমার কাছে নতুন কিছু নয়: সাকিব
ফাইল ছবি

গত চার বছরে বাংলাদেশ কতটা ভালো দল হয়ে উঠেছে, সেটি বিশ্বকাপে দেখানোর ভালো একটা সুযোগ আছে বলে মনে করেন নতুন অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়কত্ব তাঁর জন্য নতুন কিছু নয় জানালেও দল হিসেবে সামনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি।

তামিম ইকবাল হঠাৎ করে ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার পর। বিশ্বসেরা অলরাউন্ডার টাইগারদের নতুন অধিনায়কের দায়িত্ব পান। তিনি এখন লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কাতে অবস্থান করছেন। তাই অধিনায়কের দায়িত্ব পাবার পরও সাকিবের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রোববার (১৩ আগস্ট) লঙ্কান লিগে জাফনা কিংসের মুখোমুখি হয় সাকিবের দল গল টাইটান্স। এই ম্যাচ চলাকালীন সময় এক সাক্ষাৎকারে তিনি অধিনায়কত্ব নিয়ে প্রথম কথা বলেন। সাকিব বলেন, “নেতৃত্ব আমার কাছে নতুন কিছু নয়, দলের জন্য এটা একটা চ্যালেঞ্জ, এটা দেখানোর জন্য, গত চার বছরে আমরা কতটা ভালো দল হয়ে উঠেছি। বিশ্বকাপে ভালো কিছু করার দারুণ সুযোগ আমাদের সামনে।”

বাংলাদেশ ওয়ানডে ফরর্মেটে একটা ভালো দল। এটা টাইগারদের পছন্দের ফর্মেট। সামনে এবারের এশিয়া কাপ ও বিশ্বকাপ ওয়ানডে ফর্মেটে হবে। তাই এই দুই বড় টুর্নামেন্টকে ঘিরে টাইগার ও সমর্থকরা বড় স্বপ্ন দেখছেন। সঙ্গে বিশ্বসেরা আলরাউন্ডারও দেখছেন বিশ্বকাপে ভালো করার সুযোগ।

টাইগার অলরাউন্ডার বলেন, “এটা আমাদের জন্য দারুণ সুযোগ এই বিশ্বকাপে ভালো করার। আমরা খুব ভালো দল, সাদা বলের ফরম্যাটে দারুণ খেলছি। সবাইকে দেখানো উচিত কতটা ভালো দল।”

লঙ্কান প্রিমিয়ার লিগে এই আলরাউন্ডারের বোলিং পারফরম্যান্স ভালো হলেও ব্যাটিংয়ে পর্যাপ্ত সুযোগ না পাওয়াতে নিজেকে মেলে ধরতে পারছেন না। এদিন তার ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও কথা বলেন। সাকিব বলেন, “আমার বোলিংটা বেশ ভালো হচ্ছে। তবে ব্যাটিংয়ে এখনও বড় রান পাইনি। তাছাড়া তেমন সুযোগও মেলিনি। যখন সুযোগ পাবো আশা করি বড় ইনিংস উপহার দিতে পারব।“

সাকিব আল হাসান এই পর্যন্ত বাংলাদেশকে ৫০ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ২৩টিতে জিতেছে টাইগাররা, হেরেছে ২৬টি। একটি ম্যাচে কোনো ফলাফল হয়নি। বাংলাদেশের পোস্টার বয়ের নেতৃত্বে ৩০ আগস্ট থেকে শুরু হওয়া এশিয়া কাপের মিশনে নামবে তাসকিন, মুশফিকরা। এই টুর্নামেন্ট শেষ করে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তারপরে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে ভারতের বিমান ধরবে টাইগাররা সাকিবের নেতৃত্বে। 

Link copied!